S.S.C Bangla Grammar MCQ-Quiz Freeducare | May 31, 2024 | SSC Bangla quiz, SSC Bangla | No Comments এস.এস.সি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন কুইজ-পর্ব-০১ S.S.C Bangla Grammar MCQ-Quiz-01 1 Created on May 31, 2024 By Freeducare Quiz বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের কুইজ-০১ 1 / 10 ১.বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে? খ) গিরীশচন্দ্র সেন গ) প্রমথ চৌধুরী ক) প্যারীচাঁদ মিত্র ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর 2 / 10 ২. তৎসম শব্দ কোনটি? ক) বৈষ্ণব/চাঁদ খ) নক্ষত্র/চন্দ্র গ) ঈমান ঘ) চামার 3 / 10 ৩.বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? গ) চল্লিশটি ক) এগারোটি ঘ) পঞ্চাশটি খ) পঁচিশটি 4 / 10 ৪.কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়? ঘ) ‘ক’ এবং ‘ই’ ক) ‘ও’ এবং ‘ই’ গ) ‘অ’ এবং ‘ই’ খ) ‘এ’ এবং ‘ই’ 5 / 10 ৫.একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে? ঘ) অসমীকরণ গ) স্বরসংগতি ক) পরাগত খ) সম্প্রকর্ষ 6 / 10 ৬.একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে? খ) সমীকরণ ক) স্বরলোপ গ) অন্ত্যঃস্বরলোপ ঘ) স্বরসংগতি 7 / 10 ৭.‘পরীক্ষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) পরি+ঈক্ষা ঘ) পরি+ইক্ষা গ) পরী+ইক্ষা খ) পরী+ঈক্ষা 8 / 10 ৮.সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? গ বাক্যতত্ত্বে ঘ অর্থতত্ত্বে খ রূপতত্ত্বে ক ধ্বনিতত্ত্বে 9 / 10 ৯.কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? গ) শ্রুতিমধুর হলে খ) ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে ক) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে ঘ) আয়াসের লাঘব হলে 10 / 10 ১০.ভাষা কী? গ) ভাব প্রকাশের মাধ্যম খ) কণ্ঠের উচ্চারণ ঘ) ধ্বনির সমষ্টি ক) উচ্চারণের প্রতীক Your score isThe average score is 10% LinkedIn Facebook VKontakte 0% Restart quiz এস.এস.সি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন কুইজ-পর্ব-০2 1 Created on May 31, 2024 By Freeducare বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের কুইজ-০২ বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের কুইজ-০২ 1 / 10 ১. সাধু ও চলিত ভাষা কোন পদে বেশি দেখা যায়? ক) বিশেষ্য ও বিশেষণ খ) ক্রিয়া ও সর্বনাম গ) বিশেষ্য ও ক্রিয়া ঘ) বিশেষণ ও ক্রিয়া 2 / 10 ২.বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি 3 / 10 ৩.আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি 4 / 10 ৪.প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী? ক) ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ খ) শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি গ) অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি ঘ) ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য 5 / 10 ৫.বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? ক) এগারোটি খ) পঁচিশটি গ) চল্লিশটি ঘ) পঞ্চাশটি 6 / 10 ৬. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? ক) ঐ খ) ঋ গ) ঈ ঘ) অ 7 / 10 ৭. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী? ক) ই এবং উ খ) অ এবং এ গ) ঐ এবং ঔ ঘ) আ এবং ও 8 / 10 ৮. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে? ক) পরাগত খ) সম্প্রকর্ষ গ) স্বরসংগতি ঘ) অসমীকরণ 9 / 10 ৯.‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) গা+ওক খ) গা+অক গ) গা+য়ক ঘ) গৈ+অক 10 / 10 ১০.‘পরীক্ষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) পরি+ঈক্ষা খ) পরী+ঈক্ষা গ) পরী+ইক্ষা ঘ) পরি+ইক্ষা Your score isThe average score is 30% LinkedIn Facebook VKontakte 0% Restart quiz Please follow and like us: Tags:Bnagla SSC exam 2025, MCQ questions, SSC 2022 suggestions, SSC 2025 exam, SSC grammar, SSC model test, SSC Suggestions 2025 Related Posts SSC Bangla 1st Paper Model Test-2022 No Comments | Jun 22, 2022 About The Author Freeducare Add a Comment Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment:*Name:* Email Address:* Website: Save my name, email, and website in this browser for the next time I comment.