SSC-2022 Bangla 2nd Paper Model Test
|১ম মডেল টেস্ট-এস এস সি-২০২২
সময়ঃ ৩.০০ ঘন্টা পূর্ণমানঃ ৭০+৩০=১০০
বিষয়ঃ বাংলা ২য় পত্র (তত্বীয় অংশ)
Bangla 2nd Paper Model Test(সকল প্রশ্নের উত্তর দিতে হবে)
১। যেকোন ১টি বিষয়ে অনুচ্ছেদ লিখ: ১০
ক) বই মেলা খ) জাদুঘর
২। মনে করো, তোমার নাম সাকিব/সালমা। তোমার বন্ধুর নামঅয়ন/আয়না। সম্প্রতি তুমি একটি স্থান থেকে বেড়িয়ে এসেছ। সেই ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। ১০
৩। যেকোন ১টি সারাংশ/সারমর্ম লিখ: ১০
ক) সারাংশ:
আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ডভাবে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার সিঁড়িটা না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।
খ) সারমর্ম:Bangla 2nd Paper Model Test
হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান!
তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান
কণ্টক মুকুট শোভা; Ñদিয়াছ তাপস,
অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি; বাণী ক্ষুরধার,
বীণা মোর শাপে তব হল তরবার।
দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস,
অম্লান স্বর্গেরে মোর করিলে বিরস,
৪। ভাবসম্প্রসারণ লিখ ১টি: ১০
ক) প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার তাহারই।
খ) “শৈবাল দিঘীরে বলে উচ্চ করি শির,লিখে রেখে এক ফোঁটা দিলেম শিশির।”
৫। সাম্প্রতিক সময়ে উজানের ঢলে তোমার এলাকা বন্যা কবলিত হেয়ছে। এই অসময়ে বন্যায় মানুষ ঠিক মতো খেতে পারছে না, বিশুদ্ধ পানির অভাব, নেই পয়োনিস্কাশনের ব্যবস্থা। এই সকল সমস্যা জানিয়ে “দৈনিক দেশের আলো’ কাওরন বাজার,ঢাকা-১২০০, পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি কর। ১০
৬। প্রদত্ত তথ্যের ভিত্তিতে যেকোন ১টি বিষয়ে রচনা লিখ: ২০
ক) বাংলাদেশের মুক্তি যুদ্ধ (সূচনা, মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট,স্বাধিনতার ঘোষনা,মুক্তি বাহিনি গঠন,যৌথ বাহিনির আক্রমণ, পাকিস্তানের আত্মসমর্পণ ও চারান্ত বিজয়, মুক্তিযুদ্ধের চেতনা, উপসংহার)|Bangla 2nd Paper Model Test
খ) মাদকাশক্তি ও তার প্রতিকার(সূচনা,মাদকাশক্তি কি,মাদক দ্রব্য কি,মাদকের প্রকারভেদ,মাদকদ্রব্যের ব্যবহার পদ্ধতি, মাদকাশক্তির কারন, মাদকাশক্তির লক্ষণ,মাদকাশক্তির প্রভাব, মাদকের ক্ষতিকর দিক, মাদকাশক্তির পরিনাম, বাংলাদেশের প্রেক্ষাপটে মাদক, মাদকা শক্তি রোধের উপায়, উপসংহার)
গ) সময়ানুবর্তীতা(ভূমিকা,সময়ের বৈশিষ্ট্য, মানবজীবনে সময়ের গুরুত্ব, সময়নিষ্ঠ ব্যক্তি, ছাত্রজীবনে সময়ানুবর্তিতা, জাতীয় জীবনে সময়ের মূল্য, সময়কে কাজে লাগানোর উপায়, সময়ানুবর্তিতা ও সাফল্য, উপসংহার)Bangla 2nd Paper Model Test