SSC assignment 2021-Solution
SSC assignment 2021-ব্যবসায় উদ্যোগ ৪র্থ সপ্তাহের সমাধান
এ্যসাইনমেন্ট নং: 03
SSC assignment 2021-Solution
এ্যসাইনমেন্ট শিরোনাম: ২য় ও ৩য় অধ্যা-ব্যবসায় উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা।।
ক) উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ :
মানুষ তার মৌলিক চাহিদাগুলো ও ইচ্ছাপূরণে সদা সচেষ্ট থাকে। এজন্য তার কাজ করার যে কর্মপ্রচেষ্টা তাই উদ্যোগ। আর ব্যবসায়িক উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে যদি কোনো উদ্যোগ গ্রহণ করে তা হলো ব্যবসায় উদ্যোগ। মনের সুপ্ত বাসনার বাস্তব রূপদানে উদ্যোগের কোনো বিকল্প নেই। আর ব্যবসায়ের সম্প্রসারণে ব্যবসায় উদ্যোগ আবশ্যকীয়।
খ) ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য :
ব্যবসায় উদ্যোগ এই ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ। ঝুঁকি আছে জেনেও মুনাফা অর্জন করার উদ্দেশ্যে ব্যবসায় শুরু হয়। আর তাই এ দুইটি ব্যবসায় উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি, সম্পদ সৃষ্টি, দেশের আর্থিক উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করাও ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য।
SSC assignment 2021-Solution
গ) আত্মকর্মসংস্থানের ধারণা :
ঘ) ব্যবসায় উদ্যোগ ও আত্মকর্মসংস্থানের মধ্যে সম্পর্ক:
বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে কর্মক্ষম মানুষের মধ্যে বেকারের সংখ্যা বেশি। বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থান হলো একমাত্র উপায়। আমাদের দেশের জাতীয় উৎপাদনের প্রায় ৫০ ভাগ আসে সেবা খাত থেকে, প্রায় ২০ ভাগ কৃষি খাত থেকে আর ৩০ ভাগ আসে শিল্প খাত থেকে।
দেশের প্রাকৃতিক ও মানবসম্পদকে কাজে লাগিয়ে জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরনির্ভরশীলতা দূরীকরণ ইত্যাদির মাধ্যমে ব্যবসায় উদ্যোগ একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখে।
তাই একজন উদ্যোক্তা তার নিজের চাহিদা পূরণের জন্য আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজে শুধু স্বাবলম্বী হতে পারে তা-ই নয়, তার পরিবার, সমাজ এমনকি দেশেরও আর্থিক উন্নয়ন সাধিত হয়। একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পায় এবং আরও কর্মসংস্থান তৈরি করে।
ঙ)ব্যবসায় উদ্যোগের কার্যাবলি:
ব্যবসায় উদ্যোগের ধারনা বিশ্লেষণ করলে যেসকল কার্যাবলি পরিলক্ষিত করা যায় তা নিম্মরুপ:
Related Posts
-
Class 8 Science Solution-12th Week
No Comments | Aug 18, 2021 -
SSC 2022 Biology model test-MCQ Part-02
No Comments | Jun 29, 2022 -
4th Assignment Solution-SSC 2021- Business Entreprenureship
No Comments | Aug 17, 2021 -
Class 5 Bangladesh & Global Study Chapter-1 Short Question
No Comments | Apr 14, 2021