Download Download Graphics Design File for free

9-10 Bebohay Uddog Cahpter-1 Srijonshil Solution

9-10 Bebohay Uddog Cahpter-1 Srijonshil


প্রশ্ন-১ : নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
আঁখিতারা গ্রামের দশম শ্রেণির ছাত্র নাফিসের বাবা গ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত একজন পল্লি চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তিনি মানসম্মত ঔষধও বিক্রি করেন। গ্রামে বিভিন্ন রোগের ঔষধের ব্যাপক চাহিদা থাকা সত্তে¡ও কিছু সীমাবদ্ধতার কারণে তিনি সব ধরনের ওষুধ ক্রয় করতে পারেন না। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে ওষুধ কোম্পানির এজেন্টরাও প্রয়োজনীয় ঔষধ সময়মতো পৌঁছাতে পারেন না। অন্যদিকে দোকানে সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় অনেক ওষুধ নষ্ট হয়ে যায়।
ক. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
খ. শিল্প বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
গ. নাফিসের বাবার ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ওষুধ সরবরাহ করতে না পারার কারণ কোনটি বলে তুমি মনে কর। তোমার উত্তরের  সপক্ষে যুক্তি দাও।

১ নং প্রশ্নগুলোর উত্তর 

ক. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। 

খ. প্রকৃতিতে প্রাপ্ত বা উৎপাদিত কাঁচামালকে প্রক্রিয়ার মাধ্যমে রূপগত পরিবর্তনের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার কাজই হলো শিল্প। এটি উৎপাদনের মূল বাহন। এর কাজ হলো প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদসমূহ উত্তোলন, শোধন ও প্রস্তুতকরণ। কৃষিকাজ, খনিজ সম্পদ উত্তোলন, পশুপালন, মৎস্য আহরণ ইত্যাদি শিল্পের আওতাভুক্ত। 

গ. নাফিসের বাবার ব্যবসায়টি প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়।

যে ব্যবসায়ে সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করা হয় তাকে সেবামূলক ব্যবসায় বলে। সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ সেবাকর্ম অর্থাৎ, আইনবৃত্তি, ডাক্তারি, প্রচার, গবেষণা, পরিবহন, বিমা ইত্যাদি ব্যবসায়ের আওতাভুক্ত। কারণ ব্যবসায়ের প্রতি ক্ষেত্রেই কমবেশি এ কাজগুলো সম্পাদন করতে হয়। উদ্দীপকে নাফিসের বাবা একজন পল্লি চিকিৎসক। তিনি অর্থের বিনিময়ে এলাকার মানুষদের চিকিৎসা প্রদান করে থাকেন। এর মাধ্যমে একদিকে তিনি অর্থ উপার্জন করছেন অন্যদিকে জনগণের সেবা করছেন। এছাড়া তিনি মুনাফা অর্জনের উদ্দেশ্যেই একজন পল্লী চিকিৎসক হিসেবে মানসম্মত ঔষধ বিক্রি করে থাকেন। এতে গ্রামের লোকদের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ কেনার জন্য দূরে যেতে হয় না। নাফিসের বাবার যাবতীয় কার্যক্রমের উদ্দেশ্য যেহেতু সেবা প্রদান, তাই তার ব্যবসায়টিকে সন্দেহাতীতভাবে প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায় হিসেবে গণ্য করা যায়। 

ঘ. নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ওষুধ সরবরাহ করতে না পারার কারণ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। 

পরিবহন বা যোগাযোগের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন স্থান হতে ভোগ্যস্থানে স্থানান্তরের দ্বারা স্থানগত সমস্যা সমাধান করা হয়। অর্থাৎ পরিবহনের মাধ্যমে ব্যবসায়ীরা দেশ-বিদেশের নানা স্থানে পণ্যসামগ্রী নিয়ে যেতে সক্ষম হন। উদ্দীপকের নাফিসের বাবা একজন পল্লি চিকিৎসক হিসেবে আঁখিতারা গ্রামে চিকিৎসা পেশায় নিয়োজিত। তিনি চিকিৎসার পাশাপাশি গ্রামের মানুষের নিকট ওষুধ বিক্রয় করেন। কিন্তু বিভিন্ন প্রতিক‚লতার জন্য নাফিসের বাবা গ্রামের লোকজনের চাহিদামাফিক সব ধরনের রোগের জন্য মানসম্মত ওষুধ সরবরাহ করতে পারেন না।এর প্রধান কারণ সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাব। আঁখিতারা গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে ওষুধ কোম্পানির এজেন্টরা নিয়মিতভাবে নাফিসের বাবাকে ওষুধ সরবরাহ করতে পারেন না। আবার, নাফিসের বাবার দোকানে ওষুধ সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় পর্যাপ্ত ওষুধ সরবরাহ করলে অনেক সময় মেয়াদোত্তীর্ণ ও অন্যান্য কারণে ওষুধ নষ্ট হয়ে যায়। ফলে দেখা যায় প্রয়োজনীয় ওষুধের অভাবে তিনি গ্রামের মানুষদের চাহিদামাফিক মানসম্মত ওষুধ প্রদানে ব্যর্থ হচ্ছেন। 

সুতরাং বলা যায়, পরিবহন ব্যবস্থা অনুন্নত হওয়ার ফলেই নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ওষুধ সরবরাহ সম্ভব হয় না।

প্রশ্ন-২:  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
বাংলাদেশ একসময় ব্যবসায়-বাণিজ্যে সারাবিশ্বে সুপরিচিত ছিল। এ দেশে এমন একটি বস্ত্র তৈরি হতো যার খ্যাতি দেশে দেশে ছড়িয়ে পড়েছিল। মেঘনা ও শীতলক্ষ্যা নদীর আবহাওয়া ও জলীয়বাষ্প সে বিখ্যাত বস্ত্রটির সুতা তৈরিতে সহায়ক ছিল। সাথে ছিল শ্রমিক ও কারিগরদের আন্তরিক পরিশ্রম ও সৃজনশীলতা। বর্তমানে ব্যবসায়িক পরিবেশের সবগুলো উপাদানের উন্নয়ন ঘটাতে পারলে ব্যবসায়-বাণিজ্যের অধিক প্রসার ঘটবে এবং ফিরে আসবে অতীত গৌরব।
ক. কোন বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল?
খ. ব্যবসায়িক পরিবেশ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. কোন পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বিকাশ সম্ভব? ব্যাখ্যা কর।
ঘ. বর্তমানে দেশের ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের কোন পরিবেশের উন্নয়ন জরুরি বলে তুমি মনে কর। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

২ নং প্রশ্নগুলোর উত্তর 

. মসলিন বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল। 

খ. যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিই ব্যবসায়িক পরিবেশ। ব্যবসায়ের পরিবেশ আলোচনাকালে স্থানীয় ভ‚প্রকৃতি, জলবায়ু, নদনদী, বনভ‚মি, প্রাপ্ত প্রাকৃতিক সম্পদ, জনবসতি ও জনপ্রকৃতি এবং সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অবস্থা বিবেচনায় আনতে হয়। কারণ একটি ব্যবসায়ের সাফল্য বা ব্যর্থতা কমবেশি এসব উপাদানের ওপর নির্ভরশীল।

গ. সামাজিক পরিবেশ উন্নয়নের মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বিকাশ সম্ভব।

সাধারণত একটি দেশের জনগণ, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানবসম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতির সমন্বয়ে গঠিত হয় সামাজিক পরিবেশ। আর সমাজের চাহিদা অনুযায়ী ব্যবসায় গড়ে ওঠে। উদ্দীপকে উল্লিখিত মসলিন কাপড়ের শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতার জন্য সামাজিক পরিবেশের উন্নয়ন প্রয়োজন। সামাজিক পরিবেশের অন্যতম উপাদান শিক্ষা ব্যবস্থাকে দক্ষতা ও শ্রমনির্ভর করতে পারলে শ্রমিক ও কারিগররা পুরনো ঐতিহ্য মসলিন কাপড় সম্পর্কে গবেষণার মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারবে। পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করে বস্ত্র শিল্পের প্রসার ঘটানো যাবে। কারণ অতীতে মসলিন কাপড় উৎপাদন করে এদেশের মানুষ তাদের প্রতিভা, পরিশ্রম ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছে। তাই বলা যায়, মসলিন কাপড়ের শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতার জন্য সামাজিক পরিবেশের উন্নয়ন প্রয়োজন।

ঘ. বর্তমানে দেশের ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের রাজনৈতিক পরিবেশের উন্নয়ন জরুরি বলে আমি মনে করি।

ব্যবসায় পরিবেশের অন্যতম উপাদান রাজনৈতিক পরিবেশ। দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির জন্য সুষ্ঠু ও সৃশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ অত্যাবশ্যক। উদ্দীপকে মসলিন কাপড়ের মতো বিখ্যাত বস্ত্র শিল্পের ব্যবসায়ের কথা বলা হয়েছে। বর্তমানে এই শিল্পের উন্নয়নের অনুক‚ল পরিবেশ আমাদের দেশে রয়েছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল , ধর্মঘট প্রভৃতি ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে উৎসাহিত হচ্ছে না। ফলে বিদেশে প্রচুর চাহিদা থাকা সত্তে¡ও রাজনৈতিক পরিবেশের প্রতিক‚লতার কারণে মসলিন কাপড়ের ব্যবসায়টির প্রসার ঘটছে না। তাই আমি মনে করি দেশের ব্যবসায় বাণিজ্যের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা এবং প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসায় বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটাতে হলে দেশের সরকার, আন্তজার্তিক সম্পর্ক, শিল্প ও বাণিজ্য নীতিমালা, আইন-শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা প্রভৃতির সমন্বয়ে গঠিত রাজনৈতিক পরিবেশের উন্নয়ন ঘটানো একান্ত অপরিহার্য।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!