Download Download Graphics Design File for free

SSC Bangla 1st Paper Model Test-2022

SSC Bangla 1st Paper Model Test-2022

১ম মডেল টেস্ট পরীক্ষা-২০২২
বিষয়ঃ বাংলা ১ম পত্র
সময়ঃ ২.৩০ ঘন্টা শ্রেণীঃ ১০ম পূর্ণমানঃ ৭০
[ক বিভাগ থেকে ২টি ও খ বিভাগ থেকে ২টি এবং গ বিভাগ থেকে ১টি সহ ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে]

ক বিভাগ(গদ্যাংশ)

SSC Bangla 1st Paper Model Test-2022

১।গ্রামের ডানপিটে ও দুষ্ট ছেলেদের দেখে স্কুলের নতুন স্যার তাদের একটি পাঠাগার গড়ার পরামর্শ দিলেন। অল্পদিনের মধ্যে স্কুলের একটি অব্যবহৃত কক্ষ পাঠাগারে পরিণত হলো। নতুন স্যারের তত্ত্বাবধানে ঐসব ছেলের মাটির ব্যাংকে জমানো টাকায় পাঠাগারটি বিভিন্ন স্বাদের বইয়ে ভরে উঠল। ধীরে ধীরে ওরাসহ গ্রামের অনেকেই বই পড়ায় আগ্রহী হয়ে উঠল।
ক. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী? ১
খ. ‘পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়’ বুঝিয়ে লেখো। ২
গ. নতুন স্যারের চেতনাবোধ ‘বই পড়া’ প্রবন্ধের কোন চেতনাকে সমর্থন করে? ব্যাখ্যা করো।৩
ঘ. গ্রামের ছেলেদের মানসিক পরিবর্তনের দিকটি ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। ৪

২। মালেক সাহেবের স্থাবর-অস্থাবর সম্পত্তির দেখাশোনা করেন সামাদ। প্রতিবছর তিনি মালিকের পক্ষ থেকে ভাড়াটিয়াদের মাঝে ঈদে-পূজায় বস্ত্র ও খাদ্য বিতরণ করেন। প্রয়োজনে দারোয়ানকে ভাড়াটিয়াদের মেয়ের বিয়ে, ছেলেমেয়েদের স্কুলে আনা-নেওয়া, বাজার করা, দাফন-কাফনসহ সব কাজে ব্যবহার করান।
ক. কাঙালীর মা কোন জাতের মেয়ে ছিল? ১
খ. দারোয়ান রসিক দুলেকে চড় মারল কেন? ২
গ. উদ্দীপকের সামাদ ও ‘অভাগীর স্বর্গ’ গল্পের জমিদারের গোমস্তার বৈসাদৃশ্য দেখাও। ৩
ঘ. গল্পের উল্লিখিত গ্রামের পরিস্থিতি যদি উদ্দীপকের সাথে মিলতো তাহলে গল্পের পরিণতি এমন হতো না-উক্তিটি বিশ্লেষণ করো। ৪

খ বিভাগ(পদ্যাংশ)

SSC Bangla 1st Paper Model Test-2022

৬। মুস্তাফিজ দীর্ঘ প্রবাসজীবনে প্রচুর অর্থ-সম্পদ লাভ করলেও মনে শান্তি ছিল না। দামি গাড়ি-বাড়ি তার মনে সুখ দিতে পারেনি। তাঁর মনের মধ্যে ছিল কেবলই বাংলাদেশের ছোট্ট শান্ত একটি গ্রাম। বাল্য-শৈশব-কৈশোরের সেই গ্রাম শানবাঁধানো পুকুরঘাট, আম-জাম-কাঁঠালের বাগান, মেঠোপথ, আরও কত কী! এ জন্য মুস্তাফিজ সিদ্ধান্ত নিলেন দেশে ফেরার।
ক. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? ১
খ. ‘আর কি হে হবে দেখা?’কবির এই আক্ষেপের কারণ কী? ২
গ. উদ্দীপকের বিষয়বস্তুর সাথে ‘কপোতাক্ষ নদ’ কবিতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। ৩
ঘ. “দেশপ্রেমই কবি মাইকেল মধুসূদন দত্ত এবং মুস্তাফিজকে এক সুতোয় গেঁথেছে।” মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪

৭। সমুদ্র উপকূলবর্তী শ্যামচরের অধিবাসীরা ঘূর্ণিঝড় সিডরে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। এ সময়েই আশার আলো জাগাতে কানাডীয় নাগরিক মি. পিটার এগিয়ে আসেন। তাঁর পরামর্শে ও অর্থ সাহায্যে গবাদি পশু পালন, মাছ ধরা ও চরে সবজি চাষ করে পাঁচ বছরে সর্বহারা মানুষগুলো প্রমাণ করে‘পরিশ্রমই সফলতার চাবিকাঠি’।
ক. ‘ধ্বজা’ শব্দের অর্থ কী? ১
খ. ‘আয়ু যেন শৈবালের নীর’ বলতে কী বোঝানো হয়েছে? ২
গ. উদ্দীপকের মি. পিটার ‘জীবন-সঙ্গীত’ কবিতার যে চেতনার প্রতীক তা ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘শ্যামচরের অধিবাসীরাই কবি হেমচন্দ্রের কাক্সিক্ষত সমরাঙ্গনের মানুষ’ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ৪

সম্পূর্ন মডেল টেস্ট

SSC Bangla 1st Paper Model Test-2022

বহু নির্বাচনি অংশ

বহু নির্বাচনি উত্তর

SSC Bangla 1st Paper Model Test-2022-

১। গ, ২। গ, ৩। খ, ৪। গ, ৫।গ, ৬।খ, ৭।গ, ৮।গ, ৯।ক, ১০।ঘ, ১১।গ, ১২।ক, ১৩।খ, ১৪।খ,১৫।খ, ১৬।ঘ, ১৭।গ, ১৮।খ, ১৯।খ, ২০।ক,২১।ঘ,২২। ক,২৩।ক,২৪।ক,২৫।ঘ,২৬।ক,২৭।গ,২৮।গ,৩০।ক

SSC Bangla 1st Paper Model Test-2022

আরও বিভিন্ন বিষয়ে ক্লিক করুন

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!