Class- 5 Science Chapter-2 Fill In the gaps
২য় অধ্যায়: শুন্যস্থান পূরণ
১. জনসংখ্যা — পাওয়ার কারণে পরিবেশের বিভিন্ন সমস্যা হয়।
উত্তর: বৃদ্ধি
২. বায়ুদূষণ মানুষের — ওপর প্রভাব ফেলে।
উত্তর: স্বাস্থ্যের
৩. ইটের ভাটায় ইট পোড়ানোর কারণে — দূষিত হয়।
উত্তর: বায়ু
৪. খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য জমিতে — প্রয়োগ করা হয়।
উত্তর: রাসায়নিক সার
৫. নদীর পানিকে দূষিত করছে —।
উত্তর: কীটনাশক
৬. অতিরিক্ত রাসায়নিক সার মাটির —নষ্ট করে।
উত্তর: উর্বরতা
৭. — মাটিতে পচে না।
উত্তর: পলিথিন
৮. গাড়ির হর্ন বাজালে — হয়।
উত্তর: শব্দদূষণ
৯. উচ্চ আওয়াজ মানুষের — ক্ষতি করে।
উত্তর: কানের
১০. মানুষের বাড়তি প্রয়োজনে কাটা হয় —।
উত্তর: বনজঙ্গল
১১. শহর অঞ্চলে গড়ে উঠছে — বস্তি।
উত্তর: অস্বাস্থ্যকর
১২. পরিবেশ ঠিক রাখতে নদীনালা — বন্ধ করতে হবে।
উত্তর: ভরাট
১৩. — কারণে জেনারেটর চলে।
উত্তর: লোডশেডিংয়ের
১৪. অপরিকল্পিত কলকারখানা — করা যাবে না।
উত্তর: তৈরি
১৫. দূষিত পানি ব্যবহারে মানুষের — রোগ হয়ে থাকে।
উত্তর: পানিবাহিত
১৬. কাঁচা পায়খানায় — দূষিত হচ্ছে।
উত্তর: পানি
১৭. বিভিন্ন — কারণে পরিবেশের বায়ু, পানি ও মাটি দূষিত হচ্ছে।
উত্তর: বর্জ্যের
১৮. কৃষিক্ষেত্রে — রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটি দূষিত হয়।
উত্তর: অতিরিক্ত
১৯. — গাড়ির হর্ন বাজানো উচিত নয়।
উত্তর: বিনা প্রয়োজনে
২০. মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য — প্রয়োজন।
উত্তর: সুস্থ পরিবেশ
২১. বনজঙ্গল সংরক্ষণসহ — সংরক্ষণ প্রয়োজন।
উত্তর: পরিবেশ
২২. পরিবেশ সংরক্ষণ করতে হলে সবাইকে — করে তুলতে হবে।
উত্তর: সচেতন।
Related Posts
-
Class 5 Math Chapter 04
No Comments | Apr 10, 2021
-
ধ্বনি কাকে বলে
No Comments | Jun 28, 2021
-
Bangladesh & global study class 3-Chapter 7
No Comments | Aug 19, 2021
-
4th week Assignment Solution- Class 6
No Comments | May 25, 2021