Class 5 math chapter 6 Part-01
৫ম শ্রেণী গণিত ৬ষ্ঠ অধ্যায় (পর্ব০১)
১। রিপন একটি বৃত্তের 1/3 অংশ লাল, 1/2 অংশ সবুজ এবং 1/8 অংশ হলুদ রং করল।
ক) সে মোট কত অংশ সবুজ এবং হলুদ রং করল?
খ) সে বৃত্তের মোট কত অংশ লাল ও হলুদ রং করল।
গ) বৃত্তের কত অংশ রং কার বাকি রইল?
সমাধান:Class 5 math chapter 6
ক) সবুজ ও হলুদ রং করে:
খ) লাল ও হলুদ রং করে:
গ) ধরি, সমস্ত বৃত্ত ১ অংশ:
ক)কাঁদায় ও পানিতে মোট কত অংশ আছে?
খ) পানির উপরে কত অংশ আছে?
গ) পানির উপরের দৈর্ঘ্য ২ মিটার হলে, সর্ম্পূর্ণবাশের দের্ঘ্য কত?
সমাধান:
ক) কাঁদায় ও পানিতে আছে:
৩। একটি খুটির মোট দৈর্ঘ্য ২৪ মিটার, তার ১/৬ অংশ মাটির নিচে এবং ১/২ অংশ সাদা রং করা এবং বাকি অংশ খালি।
ক) মাটির নিচের অংশের দৈর্ঘ্য কত?
খ) সাদা রং করা অংশের দৈর্ঘ্য কত?
গ) মাটির নিচের এবং সাদা মোট কত অংশ?
ঘ) খালি অংশের দৈর্ঘ্য কত?
সমাধান:
ক) ধরি, খুটির সমস্ত অংশের দৈর্ঘ্য =১ অংশ।
১ বা সমস্ত অংশের দৈর্ঘ্য = ২৪ মিটার।
খ) ১ বা সমস্ত অংশের দৈর্ঘ্য = ২৪ মিটার।
গ) মাটির নিচে এবং সাদা অংশের মোট দৈর্ঘ্য:
ঘ) খুটির মোট দৈর্ঘ্য = ২৪ মিটার।
মাটির নিচে এবং সাদা অংশের দৈর্ঘ্য = (৪+১২)= ১৬ মিটার।
খালি অংশের দৈর্ঘ্য = (২৪ – ১৬) = ৮ মিটার। উত্তর:
Related Posts
-
Class 5 Math Chapter 6 Part-03
No Comments | Jul 8, 2021
-
Class- 5 Science Chapter-2 Fill In the gaps
No Comments | Apr 13, 2021
-
Class 5 Math Chapter 04
No Comments | Apr 10, 2021
-
SSC Assignment 2021 Solution Finance & Banking
No Comments | Aug 10, 2021