Bangladesh & global study class 3-Chapter 7
৩য় শ্রেণী- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-অধ্যায় ০৭-Bangladesh & global study class 3-Chapter 7
অধ্যায়- ৭- পরিবেশ দূশণ প্রতিরোধ ও সংরক্ষণ
১। শূণ্যস্থান পূরণ কর: bangladesh & global study class 3-Chapter 7
ক) সব সময় নির্দিষ্ট জায়গায় …………………. ফেলা উচিত ।
খ) সবাই মিলে পরিবেশ ……………. ………….. করা উচিত।
গ) বর্জ্য দূষণে আমাদের চারপাশে …………. দূষণ বারে।
ঘ) দূষিত বাতাস আমাদের …………….প্রবেশ করে ।
ঙ) ডায়রিয়া ও জন্ডিস রোগ হয় …………. ………………..এর ফলে ।
চ) মানুষের অভাবে পরিবেশ দূষিত হয়।
উত্তর: bangladesh & global study class 3-Chapter 7
ক. আবর্জনা খ. দূষণ,রোধ গ. পরিবেশ ঘ. ফুসফুস ঙ. পানি দূষণ চ. সচেতনতার
২। ডান পাশের শব্দগুলো বাম পাশের শব্দগুলোর সাথে মিল কর।
bangladesh & global study class 3-Chapter 7
৩। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:
প্রশ্ন – ক. পরিবেশ কী ?
উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে তৈরি হয় পরিবেশ।
প্রশ্ন – খ. দুষণ কী ?
উত্তর: দোষ যুক্ত। কোনোভাবে যা দূষিত হয়েছে। যেমন পানি দূষন, বায়ুৃ দূষণ
প্রশ্ন – গ. প্রাকৃতিক পরিবেশ কী ?
উত্তর: আমাদের চারপরাশের প্রকৃতি , যেমন, গাছ, পাখি ও নদনদী ইত্যাদিকে নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ।
প্রশ্ন – ঘ : কোথায় ময়লা আবর্জনা ফেলা উচিত ?
উত্তর: যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখলে পরিবেশ দূষিত হয় । আর পরিবেশ দূষণের ফলে আমাদের নানা রকম রোগ ব্যাধি হয় । তাই ময়লা আবর্জনা সবসময় নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত ।
প্রশ্ন – ঙ : অতিরিক্ত শব্দের ফলে কী হয় ?
উত্তর: রাস্তাঘাটে বা যে কোন জায়গায় জোরে শব্দের ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে শব্দ দূষণ বলে। শব্দ দূষণের ফলে আমাদের শোনার সমস্যা হয়। মাথা ব্যাথা করে।
Bangladesh & global study class 3-Chapter 7
প্রশ্ন-চ: বায়ু দূষণের দুটি কারণ লেখ।
উত্তর: ধুলাবালি , বাতাসের সাথে কালো ধোঁয়া গন্ধযুক্ত হয়ে যে দূষণ সৃষ্টি হয় তাকে বায়ু দূষণ বলে। নি¤েœ বায়ু দূষণের ২টি কারণ লেখা হল –
ক) যানবাহনের কালো ধোয়ার কারণে বায়ু দূষিত হয় ।
খ) ইটের কালো ধোঁয়া এবং ধূলাবালি কারণে বায়ু দূষিত হয় ।
প্রশ্ন -ছ : পানি দূষণের দুটি কারণ লেখ।
উত্তর: পানিতে বিভিন্ন ময়লা আবর্জনা মিশে যে দূষণ হয় তাকে পানি দূষণ বলে। নিম্নে পানি দূষণের ২টি কারণ লেখা হলো ।
ক) পুকুর বা নদীর পানিতে থালা -বাসন , গরু- ছাগল গোসল করালে পানি দূষিত হয় ।
খ) পানিতে বিভিন্ন ময়লা আবর্জনা মূলমত্র ত্যাগ করলে পানি দূষিত হয় ।
বড় প্রশ্নের উত্তর:
bangladesh & global study class 3-Chapter 7
প্রশ্ন-১: আমাদের কেন পরিবেশ সংরক্ষন করা উচিত ?
উত্তর: আমাদের চারপাশের সব কিছু নিয়ে তৈরি হয় পরিবেশ । কিন্তু এই পরিবেশ প্রতিদিন বিভিন্ন রকম ভাবে দূষিত হচ্ছে। আর এর প্রভাব পড়ছে আমাদের ওপর । যেমন, গাড়ির ধোঁয়ার ফলে বায়ু দূষিত হচ্ছে যার ফলে দূষিত বাতাস ফুসফুসে প্রবেশ করে আমাদের রোগ হয় । অনুরুপ পানি দূষণের ফলে ডায়রিয়া ও জন্ডিস হয়। মাটি দূষণের ফলে গাছপালা মারা যায় । সুতরাং দেখা যাচ্ছে পরিবেশ দূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্থ হচ্ছে । তাই আমাদের পরিবেশ দূষণ সংরক্ষণ করা উচিত।
প্রশ্ন-২: আমাদের পরিবেশ কীভাবে দূষিত হয় ? Bangladesh & global study class 3-Chapter 7
উত্তর: আমাদের পরিবেশ প্রতিদিন নানা কারণে দূষিত হচ্ছে। এর জন্য সিংহভাগই মানুষ দায়ী । আমাদের পরিবেশ কীভাবে দূষিত হচ্ছে তা নিচে আলোচনা করা হলো –
১. বিভিন্ন রকম ধোঁয়ার কারণে বাযু দূষিত হচ্ছে।
২. পানিতে ময়ল আবর্জনা মিশে পানি দূষিত হচ্ছে।
৩. মাটিতে অতিরিক্ত সার প্রয়োগের ফলে মাটি দূষিত হচ্ছে।
৪. অতিরিক্ত শব্দ করার ফলে শব্দ দূষিত হচ্ছে।
৫. যেখানে সেখানে ময়লা ফেলার কারণে বজ্য দূষিত হচ্ছে। এসব কারণে প্রতিদিন পরিবেশ দূষিত হয় ।
Bangladesh & global study class 3-Chapter 7
Related Posts
-
Class 3 science Chapter 4 All Questions
No Comments | Jun 5, 2021
-
Class 5 Bangladesh & Global Study Chapter-1 Short Question
No Comments | Apr 14, 2021
-
Bangladesh & Global Study Class 3 Chapter-09
No Comments | Aug 23, 2021
-
Islam and moral education-Class-3: Chapter-02
No Comments | Jun 10, 2021