Download Download Graphics Design File for free

Class 5 math chapter 6 Part-02

৫ম শ্রেণী গণিত ৬ষ্ঠ অধ্যায় (পর্ব০২)

৪।সুলতান সাহেবের মাসিক আয় ৩০,০০০টাকা। তিনি প্রতি মাসে তাঁর আয়ের ১/৫ অংশ বাড়ি ভাড়া, ১/৬ অংশ ছেলেমেয়েদের লেখাপড়া এবং ১/৩ অংশ সংসারের অন্যান্য খরচে ব্যয় করেন। এবং বাকি টাকা ব্যংকে রাখেন।

ক)তিনি তাঁর আয়ের মোট কত অংশ ব্যয় করেন।
খ)তিনি কত অংশ ব্যাংকে জমা রাখেন।
গ)তিনি মোট কত টাকা ব্যায় করেন।
ঘ)তিনি মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন।

সমাধান:

Class 5 math chapter 6  ক) মোট ব্যায় করেন:  

খ) ধরি, সমস্ত সম্পত্তি = ১অংশ।

গ) তিনি মোট ব্যায় করেন: 

Class 5 math chapter 6  ঘ)তিনি ব্যাংকে রাখেন: 

৫।জামান সাহেবের ৬০,০০০টাকা ছিল।তিনি তাঁর টাকার ১/৪ অংশ বিদ্যালয়ে ও ১/৩ অংশ গরিব লোকদের মাঝে দান করলেন।

ক) তিনি মোট কত অংশ দান করলেন।
খ) তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন।
গ) গরিবদের কত টাকা দান করলেন।
ঘ) দান করার পর তাঁর কাছে কত টাকা রইল?

সমাধান:

ক)  তিনি মোট দান করলেন: 

খ) তিনি বিদ্যালয়ে দান করেন: 

গ) তিনি বিদ্যালয়ে দান করলেন: 

ঘ) মোট দান করলেন: (১৫,০০০ + ২০,০০০) টাকা।

               = ৩৫,০০০টাকা।

 

তার কাছে রইল: (৬০,০০০-৩৫,০০০)টাকা

             = ২৫,০০০টাকা।উত্তর:

৬। বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উপলক্ষে একটি বাঁশের ১/২ অংশ সবুজ, ১/৩ অংশ নীল এবং অবশিষ্ট ২ মিটার হলুদ রং করা হলো।

ক) মোট কত অংশ সবুজ ও নীল রং করা হলো?
খ) বাঁশটির কত অংশ হলুদ রং করা হলো?
গ) বাঁশটির মোট দের্ঘ্য কত?
ঘ) বাঁশটির কত মিটার নীল রং করা হলো?

সমাধান:

ক) সবুজ ও হলুদ রং করা হলো:

খ) ধরি, সমস্ত বাঁশ =১ অংশ।

 
 
 

ঘ) বাশটির ১ বা সমস্ত অংশের দৈর্ঘ্য = ১২ মিটার।

 

৭। মাহমুদ সাহেব তার সম্পত্তি স্ত্রী, ৩ ছেলে এবং ১ মেয়ের মধ্যে ভাগ করে দিলেন।
ছেলেরা ১/৪ অংশ এবং মেয়ে ১/৮ অংশ পেল।বাকি সম্পত্তি স্ত্রী পেল।

ক) ছেলে ও মেযে মোট কত অংশ সম্পত্তি পেল?
খ) স্ত্রী কত অংশ পেল?
গ) মোট সম্পত্তি ১,৮০,০০০টাকা হলে প্রত্যক ছেলে কত টাকা পাবে?

সমাধান: 

ক) ছেলে ও মেয়ে মোট সম্পত্তি পেল: 

খ) ধরি, সমস্ত সম্পত্তি ১ অংশ।

গ) তিন ছেলে সম্পত্তি পায়:

প্রত্যেক ছেলে পায় = (১,৩৫,০০০ ৩)টাকা।

                  =৪৫,০০০টাকা। উত্তর:

Class 5 math chapter 6 Part-01

 

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!