Download Download Graphics Design File for free

4th week assignment Class-07 solution

Class-07- 4th week assignment solution

১। তোমার বাড়ীর দেওয়ালে অথবা আশে পাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং কী করনে হয় বলে তুমি মনে কর।

সমাধান: আমার বাড়ীর দেওয়ালে অথবা আশে পাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং তার একমাত্র কারন হলো ছত্রাক।

কারন: i) ছত্রাক একটি ক্লোরোফিলবিহীন অসুবজ উদ্ভিদ।

ii)ক্লোরোফিলের অভাবে এরা সালোকসংশ্লেষণ করতে পারে না।

iii)এরা পরভোজী বা মৃতভোজী।

iv) এরা স্যাতসাতে জায়গা, বাসি, পচা খাবার, ফলমূল, চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়।

২।তোমার শরীরে হালকা জ্বর ও ডাইারয়া কী কারনে হয় বলে তুমি মনে কর।

সমাধান: আমার শরীরে হালকা জ্বর ও ডাইারয়া হওয়ার একমাত্র কারন হলো ভাইরাস ও ব্যাকটেরিয়া। কারন ভাইরাস হচ্ছে নিউক্লিক এসিড ও আমিষ দ্বারা গঠিত অতিক্ষুদ্র পরজীবী যা শুধুমাত্র জীবিত কোষেই জীবনের কিছু কিছু লক্ষণ প্রকাশ করে।মানব দেহে কোন ভাইরাসের উপস্থিতি দেখা দিলে শরীর হালকা গরম বা জ্বর অনুভূত হয়।জ্বর হলো রোগের পূর্ভাবাশ। আর ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী আণুবীক্ষণিক জীব।এই ব্যাকটেরিয়া হাত,মুখ ও খাবারের মাধ্যমে অন্ত্রে প্রবেশ করে ডাইরিয়া রোগ সৃষ্টিতে প্রভাব তৈরি করে।

৩।স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে-যৌক্তিকতা নিরুপন করে ব্যাখ্যা কর।

সমাধান: মানুষ যেখানে সেখানে খোলা জায়গায় পায়খানা করলে রোগের জীবাণু পরিবেশে ছড়িয়ে পড়ে। বৃষ্টির পানিতে তা ধুয়ে নদীনালা, খালবিলে যায়। এ দূষিত পানি পান করলে সুস্থ ব্যক্তিও ওই রোগে আক্রান্ত হয়। আর এ কারনেই স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনে গরুত্ব বহন করে। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমাদের এক মুহুর্তও চলে না। পানি পান করা থেকে শুরু করে দৈনন্দিন জীবনেই সর্বক্ষেত্রে পানির গুরুত্ব অপরিহার্য। ‍ঠিক তেমনি দূষিত পানি মৃত্যুর কারন হয়ে দাড়ায়। দুষিত পানি পান করলে বিভিন্ন রকম পানি বাহিত রোগ যেমন: ডাইরিয়া,আমাশয়সহ বিভিন্ন রক চর্মরোগ হয়। তাই বিশুদ্ধ ও নিরাপদ পানির মানব জীবনে অনেক গুরুত্ব বহন করে।

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!