Download Download Graphics Design File for free

Class 5-Science Chapter-1 Fill in the gaps

৫ম শ্রেণী বিজ্ঞান: ১ম অধ্যায়: শুন্যস্থান পূরণ

১. জড় পরিবেশ নানাভাবে — জীবধারণকে প্রভাবিত করে।
উত্তর: জীবের
২. কোনো প্রাণী ও উদ্ভিদ — ছাড়া বাঁচে না।
উত্তর: বায়ু
৩. উদ্ভিদের পাতায় — কণিকা রয়েছে।
উত্তর: সবুজ

Class 5-Science Chapter-1 Fill in the gaps

৪. উদ্ভিদের সবুজকণিকার নাম —।
উত্তর: ক্লোরোফিল
৫. — উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে।
উত্তর: ক্লোরোফিল
৬. ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে — প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়।
উত্তর: সালোকসংশ্লেষণ
৭. উদ্ভিদ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও — বায়ুতে ছাড়ে।
উত্তর: অক্সিজেন
৮. প্রাণী অক্সিজেন — করে থাকে।
উত্তর: গ্রহণ
৯. প্রাণীর মলমূত্র মাটির — বৃদ্ধি করে।
উত্তর: উর্বরতা
১০. কীটপতঙ্গ, পাখির মাধ্যমে উদ্ভিদের — ঘটে।
উত্তর: পরাগায়ন
১১. শক্তির প্রধান উৎস —।
উত্তর: সূর্য

Class 5-Science Chapter-1 Fill in the gaps১২. প্রাণী তার খাদ্যের জন্য — উপর নির্ভরশীল।
উত্তর: উদ্ভিদের
১৩. ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় —।
উত্তর: প্রাণী
১৪. অনেক — যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।
উত্তর: খাদ্যশৃঙ্খল

Class 5-Science Chapter-1 Fill in the gaps

১৫. উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাহায্যে — থাকে।
উত্তর: বেঁচে
১৬. উদ্ভিদ ও প্রাণীর — জন্য মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উত্তর: বেঁচে থাকার
১৭. পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে — উপর নির্ভরশীল।
উত্তর: উদ্ভিদের
১৮. — উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
উত্তর: সবুজ
১৯. অনেক — মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
উত্তর: প্রাণীর
২০. উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা খাদ্য ও — সহ বেঁচে থাকার অনেক জিনিস পাই।
উত্তর: ঔষধ।

Class 5-Science Chapter-1 Fill in the gaps

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!