Class 4 Science Chapter 1 Short Question
|১ম অধ্যায় : জীব ও পরিবেশ
১) কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে?
উত্তর : বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। যেমন- খরা, বন্যা, ঝড়, ভূমিকম্প, ভূমিধ্বস ইত্যাদি।
২) জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন?
উত্তর : জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন।
৩) উদ্ভিদের খাদ্য তৈরিতে কী কী প্রয়োজন?
উত্তর : উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড এবং মাটিস্থ পানি প্রয়োজন।
৪. কে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে?
উত্তর : উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।
৫. আবাসস্থল কী?
উত্তর : উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল।
৬. আশ্রয়স্থল কী?
উত্তর : আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করে।
৭. মানুষ খাদ্যের জন্য কাদের উপর নির্ভরশীল?
উত্তর : মানুষ খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল।
৮. সূর্য থেকে শক্তি কীভাবে প্রবাহিত হয়?
উত্তর : পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়।
৯. পরিবেশ পরিবর্তনের কারণ কী?
উত্তর : পরিবেশ পরিবর্তনের কারণ হলো প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ড।
১০. জীব খাদ্য গ্রহণ করে কেন?
উত্তর : বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে জীব খাদ্য গ্রহণ করে।
১১. বায়ুর কোন উপাদান উদ্ভিদের খাদ্য তৈরির জন্য গুরুত্বপূর্ণ?
উত্তর : বায়ুর কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরির জন্য গুরুত্বপূর্ণ।
১২. বায়ুর কোন উপাদান প্রাণীর জন্য অপরিহার্য?
উত্তর : বায়ুর অক্সিজেন প্রাণীর জন্য অপরিহার্য।
১৩. উদ্ভিদ কোন উপাদান ছাড়া বাঁচতে পারে না?
উত্তর : উদ্ভিদ সূর্যের আলো, বায়ু ও পানি ছাড়া বাঁচতে পারে না।
১৪. কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও।
উত্তর : কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ হলো – বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধ্বস ইত্যাদি।
১৫. পরিবেশের পরিবর্তনের ফলে আবহাওয়ার কী পরিবর্তন ঘটে?
উত্তর : পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তন ঘটে।
১৬. কী কারণে মানুষের জীবন ও বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর : প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের জীবন ও বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
১৭. বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনে কোন কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে?
উত্তর : বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনে বন্যা, খরা, ঝড় ও ভূমিধ্বসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে।
১৮. কয়েকটি উদ্ভিজ্জ খাদ্যের উদাহরণ দাও।
উত্তর : কয়েকটি উদ্ভিজ্জ খাদ্য হলো- ভাত, রুটি, ডাল, শাকসবজি, ফলমূল ইত্যাদি।
১৯. কয়েকটি প্রাণিজ খাদ্যের নাম লেখ।
উত্তর : কয়েকটি প্রাণিজ খাদ্য হলো – মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি।
Please follow and like us: