4th week Assignment Solution- Class 6
|4th week Assignment Solution-6
১। তোমার পড়ার টেবিলের আয়তন নির্ণয় কর?
১।সমাধান: ধরি, আমার পড়ার টেবিলটি আয়াতাকার।টেবিলের দের্র্ঘ্য 3ফুট, প্রস্থ 1.5ফুট এবং উচ্চতা 2ফুট।
টেবিলটি আয়াতাকার হওয়ায় ক্ষেত্রফল: দৈর্ঘ্য Х প্রস্থ
: (3 Χ 1.5)
= 4.5 বর্গফুট।
২। এটি ঘরের কতটুকু জায়গা(আয়তন)দখল করেছে তা নির্ণয় কর?
২।সমাধান: একটি টেবিল ঘরের যতটুকু যায়গা দখল করে সেটি হচ্ছে টেবিলটির আয়তন। দের্র্ঘ্য 3ফুট, প্রস্থ 1.5ফুট এবং উচ্চতা 2ফুট।
সুতরাং টেবিলটির আয়তন: (দৈর্ঘ্য Х প্রস্থ Χ উচ্চতা)ঘনএকক
=(3х 1.5х2)
=9 ঘনফুট।
আরো পড়ুন: ৬ষ্ঠ শ্রেণী বিজ্ঞান: ২য় অধ্যায় -সৃজনশীল প্রশ্ন ও উত্তর
৩। পড়ার টেবিলের যে আয়তন এর জায়গা দখল করে। সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরে যুক্তিসহ বর্ননা কর।
৩।সমাধান: যেহেতু টেবিলটির দৈর্ঘ্য 3 ফুট।
1 ফুট = 12 ইঞ্চি
3ফুট = 12х3 = 36 ইঞ্চি।
এবং 1 ইঞ্চি = 2.54 সে.মি হলে, 36 ইঞ্চি = 2.54x36 = 91.44সে.মি
একই ভাবে , প্রস্থ = 1.5 х 12 x 2.54 = 45.72সে.মি
উচ্চতা= 2 х 12 х 2.54= 60.96সে.মি
যেহেতু টেবিলের আয়তনের সমান পাত্রের আয়তন। সেহেতু, পাত্রে তার আয়তনের সমান পানি ধের।
সুতরাং পাত্রের আয়তন: (দৈর্ঘ্য х প্রস্থ х উচ্চতা)ঘনএকক
=(91.44 x 45.72 х 60.96)ঘন সে.মি
=254851.619328 ঘনসে.মি।
1 ঘনসে.মি পানির ওজন 1 লিটার
অতএব, 254851.619328ঘনসে.মি পানির ওজন 254851.619328 х 1 = 254851.619328 লিটার।
এইচ এস সি সকল বিষয় পড়ৃন: