Download Download Graphics Design File for free

Class 6 Assignment 2021- ICT answer 11th week

 Class 6 Assignment 2021-ICT answer 11th week

দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার

ভুমিকা:  Class 6 Assignment 2021- ICT answer 11th week

Class 6 Assignment 2021- ICT answer 11th week

আমাদের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। কেননা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনটাকে সহজ করে নিতে পারি। আগে যে কাজ করতে দিনের পর দিন লেগে যেত, যে কাজগুলো ছিল নিরস, আনন্দহীন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সে কাজগুলো আমরা চোখের পলকে করতে পারি।

তথ্য প্রযুক্তির ধারনা: 

একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে তা পৌঁছাতে এক-দুই সপ্তাহ লেগে যেত। কারণ কাগজে লেখা চিঠিগুলো তখন জাহাজ, প্লেন কিংবা গাড়িতে করে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হতো। তারপর সেখান থেকে নির্দিষ্ট ঠিকানায় চিঠিগুলো পৌঁছে দেওয়া হতো। কিন্তু এখন কাজের কথা বিনিময় করার জন্য নতুন অনেক পদ্ধতি বের হয়েছে। 

 কয়েক সেকন্ডে এর মধ্যে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যোগাযোগ রাখতে পারছি। শধুমাত্র যোগাযোগ না দৈনন্দিন জীবনের সকল কাজ আমারা  প্রযুক্তির সহায়তায় সহজ করে নিয়েছি।

যেমন: কৃষি, চিকিৎসা, শিক্ষাসহ জীবনের সকল স্তরে প্রযুক্তি আমাদের হৃষ্টে পিষ্টে বেঁধে রেখেছে।

দৈনন্দিন জীবনে প্রযুক্তি: Class 6 Assignment 2021- ICT answer 11th week

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে সম্পূর্ণ একটা নতুন রূপ লাভ করছে।যেমন: অনলাইন ব্যাংকিং।  অনলাইন ব্যাংকিং সেবায় ব্যাংকের হিসাবধারী (একাউন্ট হোল্ডার) যেকোনো শাখায় টাকা জমা ও উত্তোলনের সুবিধা পেয়ে থাকে। স্মার্টফোন দিয়ে গান শোনা যাচ্ছে, ছবি তোলা যাচ্ছে, ভিডিও করা ও দেখা যাচ্ছে, রেডিও শোনাসহ এ রকম অসংখ্য কাজ করা যাচ্ছে।

ক্লসরুমে প্রযুক্তি:

ক্লাসরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে লেখাপড়ার অসংখ্য চমকপ্রদ বিষয় শিক্ষার্থীদের দেখানো যায়, বিজ্ঞানের বিষয়গুলো স্ক্রিনে প্রদর্শন করা যায়, পরীক্ষার খাতার পরিবর্তে সরাসরি কম্পিউটারে তাদের পরীক্ষা নেওয়া যায়।

গবেষনায় প্রযুক্তি:

বর্তমানে আইসিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বিজ্ঞান ও গবেষণায়। তার চাক্ষুস প্রমান কভিড-১৯ এর টিকা আবিস্কার। বিশ্বের সকল দেশের বড়বড় বিজ্ঞানিরা অক্লান্ত পরিশ্রম করে বিজ্ঞান ও প্রযুক্তির সহায্যে টিকা তৈরি করেছে।Class 6 Assignment 2021- ICT answer 11th week

কষিতে প্রযুক্তি:

আমাদের দেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশের বিশাল জনগোষ্ঠী তাদের খাদ্য চাহিদা পূরণে চাষিদের ওপর নির্ভরশীল। কৃষিপ্রধান এই বাংলাদেশে আগে চাষিরা সনাতন পদ্ধতিতে কৃষি কাজ করত। কিন্তু এখন তাদের দিন পাল্টে গেছে। কারণ কৃষি কাজে সাহায্য করার জন্য আইসিটি তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

 চিকিৎসায় প্রযুক্তি: 

আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনাও করা যায় না। আগে কারো অসুখ হলে ডাক্তাররা রোগীর নানা ধরনের উপসর্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রোগ নির্ণয় করতেন। এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায়। দূর থেকে টেলিফোন ব্যবহার করেও স্বাস্থ্য সেবা দেওয়া যায়- যেটার নাম টেলিমেডিসিন। টেলিমেডিসিন পদ্ধতি ব্যবহার করে দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় জরুরি অবস্থায় স্বাস্থ্যসেবা গ্রহণ করা যায়।। Class 6 Assignment 2021- ICT 

উপসংহার:

সত্যিকথা বলতে কি পৃথিবীটা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে, আমরা যদি আমাদের জীবনের কাজকর্মগুলো করার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার না করি, তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। তাই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের সবাইকে ব্যবহারযোগ্য সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবশ্যই ব্যবহার করতে হবে।

Class 6 Science All Chapter Solution

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!