Class 10 Ict Chapter-1 MCQ Part-02
|Class 10 – ICT- MCQ Suggestion-2021-Part-02
১.বিশ্বের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট বিস্তৃত হওয়ার কারণ কোনটি?
ক তথ্য খ জ্ঞান
গ ওয়েবসাইট ঘ. নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশ
২.কোনটিকে কেন্দ্র করে নানা ধরনের Application Software বিস্তৃত হয়?
ক Incranet খ. Intranet গ Infranet ঘ Intercom
৩.বর্তমানে কোনটিকে কেন্দ্র করে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে?
ক Protocol খ Web গ Network ঘ Internet
৪.ইন্টারনেট হলো-
ক একটি নেটওয়ার্ক খ ওয়েবের সমষ্টি গ ই-মেইল ঘ নেটওয়ার্কের নেটওয়ার্ক
৫.মার্ক জুকারবার্গ ও কয় বন্ধুর হাতে সূচিত হয় ফেসবুকের?
ক দুই খ তিন গ. চার ঘ পাঁচ
৬.ফেসবুক কী ধরনের ওয়েবসাইট?
ক সামাজিক যোগাযোগের খ ই-মেইল
গ এনসাইক্লোপিডিয়া ঘ ভিডিও ওয়েবসাইট
৭.ফেসবুক এর শুরুটা কিভাবে হয়েছিল?
ক পুরো বিশ্ব একসাথে খ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে
গ আমেরিকার সব শহরে ঘ পুরো এশিয়াতে
৮.দীর্ঘদিনের প্রচলিত শিক্ষা পদ্ধতি পরিবর্তন হতে শুরু করেছে কেন?
ক উচ্চ শিক্ষার চাহিদা বৃদ্ধি পাওয়ায় খ যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায়
গ তথ্যপ্রযুক্তির উন্নতির কারণে ঘ শিক্ষা উপকরণ উন্নত হওয়ায়
৯.ই-লার্নিং শব্দটি কোন কথাটির সংক্ষিপ্ত রূপ?
ক ইংলিশ লার্নিং খ ইলেকট্রিক লার্নিং গ ইলেকট্রনিক লার্নিং ঘ ই-বুক লার্নিং
১০.ই-লার্নিং এবং সনাতন পদ্ধতিতে পাঠদানের মধ্যে সম্পর্ক কেমন?
ক একে অপরের বিকল্প থ একে অপরের পরিপূরক
গ একে অপরের সহায়ক ঘ পরস্পর বিপরীতমুখী
১১.ই-লার্নিং পদ্ধতিতে কোনটি করা সম্ভব?
ক দ্রুত পড়া মুখস্থ করা খ না পড়ে পরীক্ষা দেওয়া
গ শিক্ষকের প্রয়োজনীয়তা হ্রাস করা ঘ হাতে কলমে শিক্ষা দেওয়া
১২.শ্রেণিকক্ষে পাঠদানকালে কোনটির সাহায্যে একটা এক্সপেরিমেন্ট করিয়ে দেখাতে
পারেন?
ক কম্পিউটার খ মাল্টিমিডিয়া গ সিসি ক্যামেরা ঘ আরসিটি
১৩.আমেরিকার নাম করা একটি বিশ্ববিদ্যালয় সারাবিশ্বের ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে
বেশ কিছু কোর্স উন্মুক্ত করে দিয়েছে। বাংলাদেশের কেউ চাইলে-
i. অনলাইনে এই কোর্সগুলো নিতে রেজিস্ট্রেশন করতে পারে
ii. অনলাইনে কোর্সটি নেয়ার পর হোমওয়ার্ক জমা দিতে পারে
iii. অনলাইনে পরীক্ষা দিয়ে ক্রেডিট অর্জন করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও ii গ ii ও iii ঘ, i,ii ও iii
১৪.প্রচলিত পাঠদানের ক্ষেত্রে-
i. শিক্ষক শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন
ii. শিক্ষার্থী শিক্ষকের সাথে কথা বলতে পারে
iii. শিক্ষার্থীরা শিক্ষকের সাথে ভাব বিনিময় করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ. i,ii ও iii
১৫.বর্তমানে পাবলিক পরীক্ষার ফলাফল জানার সবচেয়ে সহজ এবং সর্বাধিক ব্যবহৃত
মাধ্যম কোনটি?
ক পত্রিকা খ ইন্টারনেট গ মোবাইল ফোন ঘ কম্পিউটার
১৬.হিয়া কুড়িগ্রাম জেলার একটি গ্রামে থাকে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
ভর্তি হতে চাইলে তাকে কীভাবে আবেদন করতে হবে?
ক টেলিফোনের মাধ্যমে থ মোবাইল ফোনের মাধ্যমে
গ পরিচিত কারো মাধ্যমে ঘ সশরীরে উপস্থিত হয়ে
১৭.পূর্বের তুলনায় বর্তমানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করা অনেক সহজ।
এর কারণ কী?
ক এখন ঘরে বসেই পত্রিকা পাওয়া যায় খ এখন সবার ঘরে টাইপ রাইটার আছে
গ এখন আবেদন টাইপ করার প্রয়োজন নেই
ঘ এখন ঘরে বসেই মোবাইল ফোনে আবেদন করা যায়
১৮.তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত শতাংশ সময় কম লাগছে?
ক ৫০-৬০ শতাংশ খ ৬০-৭০ শতাংশ গ ৭০-৮০ শতাংশ ঘ ৮০-৯০ শতাংশ
১৯.সুশাসনের জন্য দরকার
ক অব্যবস্থা খ অস্বচ্ছতা গ. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা ঘ আধুনিক ব্যবস্থা
২০.সেবা প্রদানে সিদ্ধান্ত গ্রহণের সময় সাশ্রয়ের পিছনে মূল কারণ কোনটি?
ক তথ্যের ডিজিটালকরণ খ উচ্চশিক্ষা গ জ্ঞান বৃদ্ধি ঘ ইন্টারনেট
২১.ই-সেবা কেন্দ্রে বিভিন্ন দলিল বা পর্চার কপি প্রদানে দপ্তরের ক্ষমতা কত শতাংশ বৃদ্ধি
পেয়েছে?
ক ১০ শতাংশ খ ২০ শতাংশ গ ৪০ শতাংশ ঘ ৫০ শতাংশ
২২.বর্তমানে পরিসেবাসমূহের বিল পরিশোধ করা সহজ হয়েছে কোনটির মাধ্যমে?
ক ই-পর্চা খ এমটিএস গ ই-পূর্জি ঘ ই-সেবা
২৩.গভর্ন্যান্সের মূল বিষয়টি কোনটি?
ক নাগরিকের জীবনমান উন্নত এবং হয়রানিমুক্ত করা খ মোবাইল বিল পরিশোধ করা
গ নাগরিকের সময় সাশ্রয় করা ঘ রাষ্ট্রের আয় বৃদ্ধি করা
২৪. নাগরিকের জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন?
ক ই-লার্নিং খ আইন প্রণয়ন গ গভর্ন্যান্স ঘ সামাজিক দায়বদ্ধতা
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
সাইফুল ইসলাম অফিসে নিজের রুমে বসে কম্পিউটারে কাজ করছিলেন। এমন সময় তাকে বাড়ি থেকে
টেলিফোনে জানানো হলো এ মাসে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। তিনি সাথে সাথে বিলটি
পরিশোধ করে দিলেন।
২৫. সাইফুল ইসলাম কোনটি ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করলেন?
ক টেলিফোন খ মোবাইল ফোন গ ফ্যাক্স মেশিন ঘ বার কোর্ড রিডার
২৬. সাইফুল ইসলাম যদি গতানুগতিক পদ্ধতিতে এই কাজটি করতেন তাহলে উক্ত কাজটি
তার জন্য হতো-
i. সময় সাপেক্ষ
ii. যন্ত্রণাদায়ক
iii. অর্থ সাশ্রয়ী
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ, i ও iii
২৭. এমটিএস পদ্ধতির মাধ্যমে কোন কাজটি করা হয়?
ক মানিগ্রাম খ একাউন্ট খোলা গ. মানি ট্রান্সফার ঘ ডাকপাঠানো
২৮. এমটিএস এর পূর্ণরূপ কোনটি?
ক ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম খ ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম
গ ইলেকট্রনিক মানি ট্রানজিট সিস্টেম ঘ ইলেকট্রনিকস মানি ট্রান্সফার সিস্টেম
২৯. পূর্জি হলো—–
ক. অনুমতিপত্র খ সেবাপত্র গ দলিল ঘ তথ্য