Class 8 assignment ICT 2021-11th week solution
Class 8 assignment ICT 2021-11th week solution
‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তারের ফলে বাংলাদেশে কর্মসংস্থানের নতুন দিক উন্মোচিত হয়েছে’ বিষয়টির উপর প্রতিবেদন।
class 8 assignment ict Solution
তারিখ: ০০/০০/২০২১ (এ্যাসাইনমেন্ট সাবমিটের তারিখ)
বরাবর
প্রধান শিক্ষক
টাঙ্গাইল আইডিয়াল ক্যাডেট স্কুল
সাভার,ঢাকা।
বিষয়: ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তারের ফলে বাংলাদেশে কর্মসংস্থানের নতুন দিক উন্মোচিত হয়েছে’ বিষয়টির উপর প্রতিবেদন।
মহোদয়,
দিনবদলের হাওয়ায় ও ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তারের ফলে বাংলাদেশে কর্মসংস্থানের নতুন দিক উন্মোচিত হয়েছে’- পর্যবেক্ষনকৃত বিষয়টির উপর একটি প্রতিবেদন প্রকাশ করছি।
বর্তমান যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগ। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন : নিত্যনতুন কর্মসংস্থানে, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসাক্ষেত্রে এমনকি অফিস আদালতেও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়। এই পরিবর্তনের ছোয়া কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতেও লেগেছে। তথ্য প্রযুক্তির বিকাশের ফলে কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে, বেশ কিছু কালের ধারা পরিবর্তন হয়েছে এবং নতুন নতুন অনেক কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।
শুধু তাই নয়, কর্ম প্রত্যাশীদের এসব কাজের সুযোগ পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি এখন বিরাট ভূমিকা পালন করে। পূর্বে যেকোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড, বড় বড় সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে সেঁটে দেওয়া হতো। এছাড়া বড় বড় কোম্পানি বা সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পত্রপত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশিত হতো। Class 8 assignment ICT 2021-11th week solution
আইসিটি ও ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেটে ‘জবসাইট’ নামে নতুন এক ধরনের সেবা চালু হয়েছে। ফলে, কর্মপ্রত্যাশীদের একটি বিরাট অংশ সেই সম্পর্কে অবগত হতে পারে।ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশের কাজ করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ, যেমন : ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, ভাতা বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফটওয়্যার তৈরি ইত্যাদি অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করে থাকে। এটিকে বলা হয় আউটসোর্সিং।
জীবনের অন্য সকল ক্ষেত্রের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির প্রয়োগ ব্যবসা-বাণিজ্যে আমূল পরিবর্তনের সূচনা করেছে। কর্মীদের ব্যবস্থাপনা, তাদের দক্ষতার মান উন্নয়ন, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং সবশেষে পণ্য বা সেবার বিনিময় মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, হার্ডওয়্যার, সফটওয়্যারের সমন্বিত এবং উদ্ভাবনী প্রয়োগের মাধ্যমে। Class 8 assignment ICT 2021-11th week solution
তথাপি বলা যায়, তথ্য প্রযুক্তি সারা পৃথিবীর সকল মানুষের ভেতর যোগাযোগটা বাড়িয়ে দিয়ে একটি নতুন পৃথিবীর জন্ম দিতে শুরু করেছে। যেখানে ভারচুয়াল জগতে সবাই সবার পাশে দাঁড়িয়ে আছে।
প্রতিবেদকের নাম
শ্রেণী:
রোল:
শাথা:
class 8 assignment ict Solution
Class 8 assignment ICT 2021-11th week solution
Related Posts
-
SSC 2022 Biology model test-MCQ Part-02
No Comments | Jun 29, 2022 -
SSC Accounting 2nd Chapter
No Comments | May 5, 2021 -
Class 8 Science Solution-12th Week
No Comments | Aug 18, 2021 -
Bangladesh & global study class 3-Chapter 7
No Comments | Aug 19, 2021