ধ্বনি কাকে বলে
ছোটদের ব্যকরণ শিক্ষা
প্রশ্ন ১ ॥ ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যে কোনো ভাষার শব্দের ক্ষুদ্রতম একক যাকে আর ভাগ করা যায় না, তাকে সে ভাষার ধ্বনি বলে।
বই = ব্ + অ + ই;
নদী = ন্ + অ + দ্ + ঈ
এখানে ব্, অ, ই; ন্, অ্, দ, ঈ এগুলো ধ্বনি।
প্রশ্ন ২ ॥ ধ্বনি কত প্রকার ও কী কী?
উত্তর : ধ্বনি দুই প্রকার। যথা: ১. স্বরধ্বনি ও ২. ব্যঞ্জনধ্বনি।
ধ্বনি কাকে বলে
প্রশ্ন ৩ ॥ স্বরধ্বনি কাকে বলে? উদাহরণসহ লিখ।
উত্তর : স্বরধ্বনি : যেসব ধ্বনি অনায়াসে এবং স্বাধীনভাবে নিজেই উচ্চারিত হতে পারে, অন্য কোনো ধ্বনির প্রয়োজন হয় না তাদের স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মোট ১১টি স্বরধ্বনি আছে। উদাহরণ : অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।
প্রশ্ন ৪ ॥ ব্যঞ্জনধ্বনি কাকে বলে ?
উত্তর : ব্যঞ্জনধ্বনি : যে সব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাস কোথাও না কোথাও বাধা পায় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। ব্যঞ্জনধ্বনি উচ্চারণে অন্য ধ্বনির সাহায্য প্রয়োজন হয়। বাংলা ভাষায় মোট ৩৯টি ব্যঞ্জনধ্বনি রয়েছে। উদাহরণ – ক, চ, ত, প ইত্যাদি।
প্রশ্ন ৫ ॥ বর্ণ কাকে বলে?
উত্তর : বর্ণ : ধ্বনি নিদের্শক চিহ্নকে বর্ণ বলা হয়। বর্ণ হচ্ছে ধ্বনির রূপ, ধ্বনি নিদের্শক চিহ্ন বা প্রতীক। যেমন- অ, আ, ক, খ, গ ইত্যাদি।
প্রশ্ন ২ ॥ বাংলা ভাষায় বর্ণ কয়টি?
উত্তর : বাংলা ভাষায় মোট ৫০টি বর্ণ আছে। এগুলোকে একত্রে বর্ণমালা বলে।
প্রশ্ন ৩ ॥ বর্ণ কয় প্রকার ও কী কী?
উত্তর : বর্ণ দুই প্রকার। যথা : ১. স্বরবর্ণ ও ২. ব্যঞ্জবর্ণ
প্রশ্ন ৪ ॥ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : স্বরবর্ণ : যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে। যেমন : অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ঔ।
ব্যঞ্জনবর্ণ : যে বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনবর্ণ বলে। যেমন- ক, খ, গ, ঘ ইত্যাদি। ক উচ্চারণ করতে ক- এর সাথে একটি অতিরিক্ত বর্ণ অ উচ্চারণ করতে হয়। যেমন – ক্ + অ = ক।
প্রশ্ন ৫ ॥ যুক্তবর্ণ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যুক্তবর্ণ : এক বর্ণের সাথে অন্য বর্ণ যুক্ত হলে সংযুক্ত বর্ণটিকে যুক্তবর্ণ বলে। যেমন ন্ম = (ন্ + ম) – জন্মভূমি, জন্মদিন। ত্ন = (ত্ + ন) : রত্ন, যত্ন।
Related Posts
-
Class 3 science Chapter 4 All Questions
No Comments | Jun 5, 2021
-
SSC 2022 Biology model test-MCQ Part-02
No Comments | Jun 29, 2022
-
Class 8 assignment ICT 2021-11th week solution
No Comments | Aug 12, 2021
-
Class- 5 Science Chapter-2 Fill In the gaps
No Comments | Apr 13, 2021