Class 3 BGS chapter-4
|Class 3 BGS Chapter-4 All Question Answer
Class 3 BGS chapter-4 |
বাংলাদেশ ও বিশ্বপরিচয়- অধ্যায়- ৪
শুন্যস্থান পূরণ:
১। গ্রামের বেশির ভাগ ………… উৎপাদন কাজের সাথে জড়িত।
২। কৃষক নানা রকম…………….. ও …………… চাষ করেন।
৩। মাছ আমাদের …………… খাদ্য ।
৪। কুমার …………… দিয়ে হারি পাতিল তৈরি করেন।
৫। যিনি কাপড় বুনেন তাকে …………… বলে।
৬। আমরা …………… ব্যবহার করে একস্থান থেকে অন্য স্থানে যাই।
৭। মানুষ অসুখে …………… কাছে যান।
৮। শিক্ষক স্কুলে …………… শেখান।
৯। রোগীদের সেবা করেন ………………..।
১০। যান বাহন ……………… আনা নেওয়া করে।
উত্তর: ১. পেশাজীবি মানুষ ২. ফসল , সবজি ৩. প্রিয় ৪. মাটি ৫. তাঁতি
৬. যানবাহন ৭. ডাক্তারের ৮ . লেখাপড়া ৯. নার্স ১০. মালপত্র
অতিরিক্ত শুণ্যস্থান
ক) মানুষ যে কাজ করে অর্থ উপার্জন করে তাকে —- বলে।
খ) নানা রকম ফসল উৎপাদন করে——।
গ) একজন ডাক্তারের পেশা হলো—- দেওয়া।
ঘ) — হলে ডাক্তারের কাছে যাই।
ঙ) শিক্ষক শিক্ষার্থীদের —– লেখা পড়া।
চ) গাড়ি চালক আমাদের — সাহায্য করে।
ছ) আমরা উৎসব ও অনুষ্ঠানে নতুন—- পরে আনন্দ পাই।
জ) নার্স হাসপাতালে —- সেবা করে।
উত্তর: ক) পেশা, খ) কৃষক, গ) চিকিৎসা, ঘ) অসূখ, ঙ) শেখান, চ) যাতায়তে, ছ) পোশাক, জ) রোগির
২। ডানপাশ ও বামপাশ মিল করো:
সত্য – মিথ্যা লিখ:
ক) স্কুলে শিক্ষার্থীরা নানা রকম অনুষ্ঠান পালন করে।
খ) নার্স ডাক্তারের কাজে সাহায্য করে না।
গ) মানুষ কাজ করে টাকা আয় করে।
ঘ) কৃষক নদীতে মাছ ধরেন।
ঙ) শহরে অনেক মানুষ বাস করে ।
উত্তর: ক) সত্য খ) মিথ্যা গ) সত্য ঘ) মিথ্যা ঙ) সত্য
অল্প কথায় উত্তর দাও:
১। উৎপদনের সাথে জড়িত দুটি পেশার নাম লেখ?
২। বাংলাদেশের পাঁচটি পেশার নাম লিখ:
৩। ডাক্তার না থাকলে আমাদের কি অসুবিধা হতো?
৪। তাঁতি কী কাজ করে?
৫। শিক্ষক আমাদের জন্য কি করেন?
৬। কৃষক কি কি কাজ করেন?
৭। সব পেশার মানুষকে আমরা কি করব?
৮। নার্স কী করেন?
রচনামূলক প্রশ্ন:
প্রশ্ন- ১: মানুষ কীভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন তা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
উত্তর: সমাজে নানা ধরণের কাজ আছে । মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। বাংলাদেশের বিভিন্ন মানুষ উৎপাদনের মাধ্যমে জড়িত থেকে অর্থ আয় করে । মানুষ কীভাবে উৎপানের মাধ্যমে অর্থ আয় করে তা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হলো- যেমন কৃষক মাটি ব্যবাহার করে বিভিন্ন ধরনের শাকসবজি , ফসল ইত্যাদি চাষ করেন এগুলো বিক্রি করে তিনি অর্থ আয় করেন।
প্রশ্ন- ২: ডাক্তার ও নার্স কিভাবে মানুষ কে সাহায্য করেন ?
উত্তর: ডাক্তার ও নার্স সকল মানুষের খুব আলোচিত ব্যক্তি। কারণ মানুষের অসুখ হলে প্রথমে ডাক্তারের কাছে যান এবং তার পরামর্শ অনুযায়ী ঔষধ পথ্য খান আর নার্স রোগিদের সেবা যতœ করেন এবং ওষূধ খাওয়ান । এভাবে ডাক্তার ও নার্স রোগিদের সেবা যতœ করে সাহায্য করেন।
প্রশ্ন- ৩:বিভিন্ন পেশার নাম লেখ। দর্জি, জেলে, কুমার এই তিন পেশার মানুষের কাজের বর্ণনা দাও।
উত্তর : আমাদের দেশে গ্রাম ও শহরে বিভিন্ন পেশার লোক রয়েছে। যেমন: কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, দর্জি, গাড়িচালক, রিকশাচালক, রাজমিস্ত্রি, ফেরিওয়ালা, চিকিৎসক, নার্স প্রভৃতি। আমাদের সমাজে দর্জি, কুমার, জেলে এই তিন পেশার মানুষ সমাজের তিন ধরনের প্রয়োজন মেটায়। যেমন-
দর্জি : দর্জি সুতি, সিল্ক কাপড় দিয়ে আমাদের জন্য নানারকম পোশাক তৈরি করেন।
জেলে : জেলে খালবিল, হাওর-বাঁওড়, নদী ও সাগরে জাল নিয়ে মাছ ধরেন।
কুমার : কুমার মাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলস, টব ইত্যাদি তৈরি করেন।
প্রশ্ন- ৪:তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে কোন কোন পেশাজীবী শ্রেণি দেখতে পাও? তাদের যে কোন ৪টি শ্রেণির কাজ সম্পর্কে লেখ।
উত্তর : বিদ্যালয়ে যাওয়ার পথে যে সকল পেশাজীবী শ্রেণি আমার চোখে পড়ে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলোÑ তাঁতি, গাড়িচালক, রিকশাচালক, ফেরিওয়ালা ইত্যাদি। নিচে এই ৪টি পেশার কাজ সম্পর্কে বর্ণনা দেওয়া হলো :
তাঁতি : সুতা দিয়ে কাপড় তৈরি করেন।
গাড়িচালক : বাস, ট্রাক, টেক্সি, স্কুটার প্রভৃতি গাড়ি চালান।
রিকশাচালক : রিকশা চালিয়ে মানুষ এবং মালপত্র বিভিন্ন জায়গায় পৌঁছে দেন।
ফেরিওয়ালা : বিভিন্ন জিনিসপত্র নিয়ে পাড়া বা মহল্লায় বিক্রি করেন।