Download Download Graphics Design File for free

Class 5: Science Chapter-1 Short Question

 Class 5: Science Chapter-1


সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 

১: মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব কেন?

উত্তর : বুদ্ধি ও জ্ঞানের জন্যই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব।

২: ক্লোরোফিল কী?

উত্তর : উদ্ভিদের পাতায় যে সবুজ কণিকা বিদ্যমান থাকে তাই ক্লোরোফিল।

৩: উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে যে উপাদান প্রয়োজন, সেগুলোর দুইটির নাম লিখ।

উত্তর : উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে যে উপাদান প্রয়োজন, সেগুলোর দুইটির নাম হলো : র. সূর্যালোক;   রর. বায়ু।

৪:  খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ লেখ।

উত্তর : খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ:  তৃণজাতীয় উদ্ভিদ ® ঘাস ফড়িং ® ব্যাঙ ® সাপ ® ঈগল।

৫: খাদ্যজাল কী?

উত্তর : বাস্তুতন্ত্রে কয়েকটি খাদ্য শিকল একত্রিত হয়ে জালের মতো যে গঠন তৈরি করে সেটিই খাদ্যজাল।

৬: পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার একটি উদাহারণ দাও।

উত্তর : পরিবেশের উপর নির্ভলশীলতার একটি উদাহারণ হলো :

পরিবেশের বায়ু থেকে সকল প্রাণী শ্বাসগ্রহণের মাধ্যমে অক্সিজেন নেয়। এই অক্সিজেন গ্রহণ ব্যতীত কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। সুতরাং শ্বাসকার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রাণী পরিবেশের ওপর নির্ভরশীল।

৭: সকল প্রাণী কিসের উপর নির্ভরশীল? 

উত্তর : সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল।

৮: প্রাণী শ্বাস গ্রহণের সময় কী ব্যবহার করে? 

উত্তর : প্রাণী শ্বাস গ্রহণের সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন ব্যবহার করে।

৯:  কিসের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়?

উত্তর : পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। 

১০: বীজের বিস্তরণ কী?

উত্তর : মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।

১১: যেকোনো বাস্তুসংস্থানে কী থাকে? 

উত্তর : যেকোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্যশৃঙ্খল থাকে।

১২: খাদ্যজাল কীভাবে তৈরি হয়?

উত্তর : একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি হয়।

১৩: প্রাণী শক্তি পায় কোথায় থেকে?

উত্তর : প্রাণী শক্তি পায় উদ্ভিদ থেকে।

১৪: নতুন উদ্ভিদ জন্মায় কীসে থেকে? 

উত্তর : নতুন উদ্ভিদ জন্মায় বীজ থেকে।

১৫: শক্তির উৎস কী?

উত্তর : শক্তির উৎস সূর্য।

১৬ : খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কী?

উত্তর : বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়ার নাম খাদ্যশৃঙ্খল। অন্যদিকে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি হয়। যেকোনো বাস্তুসংস্থানে একটিমাত্র খাদ্যজাল থাকে। যেকোনো বাস্তুসংস্থানে একাধিক খাদ্যশৃঙ্খল থাকতে পারে।

১৭: উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল?

উত্তর : উদ্ভিদ খাদ্য তৈরিতে প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইডের জন্য এবং বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল।

১৮: মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও।

উত্তর : মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তু হলো : মাটি, পানি ও বায়ু।

১৯: পরাগায়ন কী?

উত্তর : ফুলের পরাগরেণু পরাগধানী হতে একই ফুলের অথবা একই প্রজাতির অন্য ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে পরাগায়ন বলে। 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!