Download Download Graphics Design File for free

Bangladesh & Global Study Class 3 Chapter-09

Bangladesh & Global Study Class 3-Chapter-09

Bangladesh & Global Study Class 3
Bangladesh & Global Study Class 3

Bangladesh & Global Study Class 3 Chapter-09

Bangladesh & Global Study Class 3 Chapter-09

শূণ্যস্থান পূরণ কর। 

১. পাট —— কাজে ব্যবহৃত হয় । 

২. মসলা ——-কাজে ব্যবহৃত হয়। 

৩. সুন্দরবন —— বিভাগের দক্ষিণে অবস্থিত। 

৪. পাহাড়ি বনে হাতি , বানর ও ——- আছে। 

৫. ———— আমাদের দেশের মাটি অনেক উর্বর। 

৬. আমাদের দেশ নানান ——– সমৃদ্ধ।

৭. ———— দেশের মাঝখানে অবস্থিত। 

৮. আমাদের ———————-বাংলাদেশ। 

৯. বাংলাদেশের বিভাগ ————-।

১০. বাংলাদেশের আয়তন —————- বর্গ কি.মি.।

উত্তর:Bangladesh & Global Study Class 3

১. সুতা তৈরির ২. রান্না   ৩. খুলনা ৪. বন্যশুয়োর ৫. পলিমাটির কারনে  ৬. খনিজ সম্পদে  

      ৭. ঢাকা শহর ৮. মাতৃভূমি ৯. ৭টি ১০. ১৪৭৫৭০

Bangladesh & Global Study Class 3 Chapter-09

সত্য- মিথ্যা নির্ণয় কর । সত্য হলে “স” এবং মিথ্যা হলে “মি” লিখ। 

ক) ৫০০ বৎসর পূর্বে ঢাকা শহর গড়ে ওঠে।
খ) চট্টগ্রাম বিভাগ আয়তনে সবচেয়ে বড় বিভাগ।
গ) প্রাকৃতিক মানচিত্রে নদ-নদী দেখানো হয়।
ঘ) আমাদের দেশের মাটি অনেক অনুউর্বর।
ঙ) পাট ও চা হল অর্থকরী ফসল।

Bangladesh & Global Study Class 3 Chapter-09

উত্তর:  ক. মি খ. স        গ. স      ঘ. মি ঙ. স

Bangladesh & Global Study Class 3 Chapter-09  সংক্ষিপ্ত প্রশ্ন: 

প্রশ্ন-১: বাংলাদেশের আয়তন কত ?

উত্তর: আমাদের প্রিয় মাতৃভ’মি বাংলাদেশ । এটি এশিয়া মহাদেশে অবস্থিত । বাংলাদেশের আয়তন ১৪৭৫৭০ বর্গ কি.মি.। এর অধিকাংশ স্থান সমতল।

প্রশ্ন-২: ভারত ছাড়া আর কোন দেশ বাংলাদেশের সীমানায় অবস্থিত ?

উত্তর: ভারত ছাড়া মায়ানমার দেশ বাংলাদেশের সীমানায় অবস্থিত।

প্রশ্ন-৩: বাংলাদেশের নদীগুলো কোন সমুদ্রে পড়েছে ?

উত্তর: বাংলাদেশের নদীগুলো একটি অন্যটির সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে ।

প্রশ্ন-৪: রয়েল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায় ?

উত্তর: রয়েল বেঙ্গল টাইগার সুন্দর বনে পাওয়া যায়।

প্রশ্ন-৫: কোন কোন ফসল উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি ?

উত্তর: পাট ও চা ফসল উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি।

বর্ণনামূলক প্রশ্ন: Bangladesh & Global Study Class 3

প্রশ্ন-১: আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ কী ?

উত্তর: আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ গুলো হলো- প্রাকৃতিক গ্যাস, এই গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আরও নানা ধরনের সম্পর্ক আছে যা মাটির নিচে থেকে পাওয়া যায়। এগুলো হলো কয়লা, চুনাপাথর , চিনামাটি, সিলিকা বালি, খনিজ কালি , কঠিন শিলা ইত্যাদি।

প্রশ্ন-২: গাছ আমাদের প্রয়োজন কেন ?

উত্তর: গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা জীবন ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন পেয়ে থাকি। গাছ আমাদের ফুল, ফল ও কাঠ সরবরাহ করে থাকে। গাছ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে বায়ু কে পরিশুদ্ধ করে । গাছ থেকে আমরা আসবাব পত্র পেয়ে থাকি।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!