Download Download Graphics Design File for free

4th Assignment Solution-SSC 2021- Business Entreprenureship

4th Assignment Solution-SSC 2021-ব্যবসায় উদ্যোগ-আত্মকর্মসংস্থান-Business Entreprenureship

SSC 2021 4th Assignment Solution-ব্যবসায় উদ্যোগ-আত্মকর্মসংস্থান-Business Entreprenureship

ক) আত্মকর্মসংস্থানের ধারণা :

নিজের দক্ষতা ও গুণাবলি দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলা হয়। নিজস্ব পুঁজি অথবা ঋণ করা, স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্ম প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাই আত্মকর্মসংস্থান। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। বিভিন্ন খুচরা বিক্রয়, রেডিও, টেলিভিশন মেরামত, হাঁস-মুরগি, মৌমাছি চাষ ইত্যাদি আত্মকর্মসংস্থানের আওতার্ভুক্ত।

4th Assignment Solution-SSC 2021

খ ) উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র : 4th Assignment Solution-SSC 2021

বাংলাদেশে আত্মকর্মসংস্থানের বিভিন্ন লাভজনক ক্ষেত্র রয়েছে। এর মধ্যে হস্তচালিত তাঁত, মৃৎশিল্প, বাঁশ, বেত, পাট ও কাঠের সামগ্রী তৈরি, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার, সবজি চাষ, এপিকালচার, সেরিকালচার, টেইলারিং ইত্যাদি উল্লেখযোগ্য।

SSC 2021 4th Assignment Solution-ব্যবসায় উদ্যোগ-আত্মকর্মসংস্থান-Business Entreprenureship

গ) আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে করণীয় : 

আমাদের দেশে বেকার যুব সমাজ অনেকেই আত্মকর্মসংস্থান সম্পর্কে অজ্ঞ। তারা অনেকেই হাঁস-মুরগি পালন, ডেইরি ফার্ম, মৌমাছি চাষ প্রভৃতি কাজকে সম্মানজনক মনে করে না। ফলে তারা নিজেরা কোনো কর্মে নিয়োজিত হতে পারছে না। তাই স্বল্প পুঁজি এবং প্রবল আত্মবিশ্বাসের মাধ্যমে বেকারদের আত্মকর্মসংস্থান করার জন্য করণীয় কাজগুলো হলো : 4th Assignment Solution-SSC 2021

  • কাজ সম্পর্কে সঠিক তথ্য প্রদান,
  •  সহজ শর্তে ঋণদান,
  •  বৃত্তিমূলক শিক্ষা প্রচলন,
  •  কর্মমুখী শিক্ষার প্রচলন,
  •  ট্রেড প্রশিক্ষণ কোর্স চালু,
  •  উৎসাহ প্রদান,
  •  সৃজনশীলতার প্রশংসা করা,
  •  কর্মশালা করানো ইত্যাদি।
4th Assignment Solution-SSC 2021-ব্যবসায় উদ্যোগ-আত্মকর্মসংস্থান-Business Entreprenureship

ঘ) আত্মকর্মসংস্থানের গুরুত্ব :

বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে কর্মক্ষম মানুষের মধ্যে বেকারের সংখ্যা বেশি। বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থান হলো একমাত্র উপায়। নিজের চাহিদা পূরণের জন্য আত্মকর্মসংস্থানের মাধ্যমে ব্যক্তি শুধু স্বাবলম্বী হতে পারে তা-ই নয়, তার পরিবার, সমাজ এমনকি দেশেরও আর্থিক উন্নয়ন সাধিত হয়। এ কারণেই আত্মকর্মসংস্থানের গুরুত্ব রয়েছে।

4th Assignment Solution-SSC 2021

SSC 2021 3rd Assignment Solution

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!