Download Download Graphics Design File for free

Bangladesh & Global Study-Class 5-Chapter-02

 Class 5- Bangladesh & Global Study- Chapter-02

Bangladesh & Global Study-Class 5-Chapter-02 Dchy³ kã w`‡q ïb¨¯’vb c~iY Ki|
১. ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল—নীতি।

Bangladesh & Global Study-Class 5

উত্তর: ভাগ কর শাসন কর

২. ১৮৫৭ সালের—ছিল প্রথম বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম।

উত্তর: সিপাহি বিদ্রোহ

৩. বাংলায় ইউরোপীয় শক্তির মধ্যে — শেষ পর্যন্ত প্রতিযোগিতায় টিকে থাকে।

উত্তর: ইংরেজরাই

৪. সিরাজউদ্দৌলা ছিলেন নবাব — এর দৌহিত্র

উত্তর: আলিবর্দী খাঁর

৫. বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল —।

উত্তর: বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি।

৬. সেনাপতি — বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন।

উত্তর: মীর জাফরের

৭. — সালে বক্সারের যুদ্ধের পর ইংরেজরা পুরোপুরি বাংলার ক্ষমতা দখল শুরু করে।


উত্তর: ১৭৬৪

৮. কোম্পানির শাসন গ্রহণের ১০০ বছর পর — দেখা দেয়।

উত্তর: সিপাহি বিদ্রোহ

৯. বাংলা ১১৭৬ সালের দুর্ভিক্ষের সময় ইংরেজি সাল ছিল —।

উত্তর: ১৭৭০।

১০. — বিকাশে জ্ঞান বিস্তারের সুযোগ বাড়ে।

উত্তর: ছাপাখানার

১১. — শতকে বাংলায় নবজাগরণ ঘটে।

উত্তর: উনিশ

১২. পশ্চিম বাংলার — সিপাহি ‘মঙ্গল পান্ডের’ নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়।

উত্তর: ব্যারাকপুরে

১৩. ঢাকার — পার্কে বাংলার বিদ্রোহী সিপাহিদের ফাঁসি দেওয়া হয়।

উত্তর: বাহাদুরশাহ

১৪. — শতকে বাংলা তথা ভারতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে।

উত্তর: উনিশ

১৫. বৃটিশ সরকার — সালে তৎকালীন বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়।

উত্তর: ১৯০৫

১৬. ইংরেজদের হাতে ধরা পড়া এড়ানোর জন্য — স্বেচ্ছায় আত্মাহুতি দিয়েছিলেন।

উত্তর: প্রীতিলতা

১৭. — সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে ভারত ও পাকিস্তান নামের দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়।

উত্তর: ১৯৪৭

১৮. আজকের বাংলাদেশ সে সময় — অন্তর্ভুক্ত হয়।

উত্তর: পাকিস্তানের

১৯. বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলায় — বিস্তার ঘটে।

উত্তর: স্বদেশী চেতনার

২০. বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল —।

উত্তর: কৃষক ও দরিদ্র।

২১. সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার— নবাব।

উত্তর: শেষ স্বাধীন।

২২. মীর কাশিম ছিলেন কিছুটা —।

উত্তর: স্বাধীনচেতা।

২৩. ইষ্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন —।

উত্তর: লর্ড ক্লাইভ।

২৪. তিতুমীরের — গল্প এখনো মুখে মুখে ফেরে।

উত্তর: বাঁশের কেল্লার।

২৫. আধুনিক ও ইংরেজি শিক্ষার ফলে এদেশে ক্রমে একটা — শ্রেণি গড়ে ওঠে।

উত্তর: ইংরেজি শিক্ষিত।

২৬. ইংরেজিরা — বঙ্গভঙ্গ রদ করতে বাধ্যহয়।

উত্তর: ১৯১১ সালে।

 ৫ম শ্রেণী গণিত ৪র্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!