Class 5 Math Chapter 6 Part-03
|৫ম শ্রেণী গণিত ৬ষ্ঠ অধ্যায় (পর্ব০৩)
৫ম শ্রেণী গণিত ৬ষ্ঠ অধ্যায় (পর্ব০২) পড়তে ক্লিক করুন
৮। কণক বগুড়া থেকে ঢাকা শহরে যাওয়ার জন্য যথাক্রমে ১/১৪ অংশ রিক্সায়, ১/৭ অংশ নৌকায় এবং বাকি ২২০ কিলোমিটার বাসে গেল।
ক) কণক মোট কত অংশ রিক্সায় ও নৌকায় গেল?
খ) মোট কত অংশ বাসে গেল?
গ) ঢাকা থেকে বগুড়ার মোট দূরত্ব কত?
ঘ) সে কত কিলোমিটার রিক্সায় গেল?
= ২৮০ কিলোমিটার। উত্তর।
ঘ) সে রিক্সায় গেল : ২৮০ এর ১/৭ কিলোমিটার
= ৪০ কিলোমিটার। উত্তর:
৯। একটি বাঁশের ১/১৫ অংশ লাল, ১/৫ অংশ সবুজ, ১১/২৫ অংশ নীল রং করা হলো।
ক) নীল রং করা অংশের বীপরীত ভগ্নাংশ লিখ?
খ) লাল থেকে সবুজ রং বেসি করা হযেছে কত অংশ?
গ) মোট কত অংশ রং করা হয়েছে?
Class 5 Math Chapter 6সমাধান:
ক) নীল রং করা হলো: ১১/২৫ অংশ।
এর বিপরীত ভগ্নাংশ :
খ) লাল থেকে সবুজ রং বেসী করা হয়েছে:
ক) দুধের পরিমানকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো?
খ) প্রত্যেকে কত লিটার দুধ পাবে?
সমাধান:
Class 5 Math Chapter 6 ক) দুধের পরিমান:
৫ম শ্রেণী গণিত ৬ষ্ঠ অধ্যায় (পর্ব-০১)
Please follow and like us: