Class 5 math Chapter 5 Srejonshil
|৫ম শ্রেণী গনিত ৫ম অধ্যায়
১।একজন শিক্ষক ৬০ জন ছাত্র এবং ৫৬ জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোন শিক্ষার্থী অবশিষ্ট না থাকে।
(ক) লসাগু ও গসাগু এর পূর্ণরূপ কী?
(খ)শিক্ষার্থীদের সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে?
(গ)প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে?
(ঘ) ছাত্র ও ছাত্রীর সংখ্যাদ্বয়ের সাধারণ মৌলিক উৎপাদক গুলোর গুণফল নির্ণয় কর।
Class 5 math ১নং প্রশ্নের সমাধান
(গ)প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে?
(ঘ) ছাত্র ও ছাত্রীর সংখ্যাদ্বয়ের সাধারণ মৌলিক উৎপাদক গুলোর গুণফল নির্ণয় কর।
২। একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস ১৫ মিনিট পরপর এবং খ কোম্পানির বাস ২৫ মিনিট পরপর ছাড়ে। রাস্তায় বাসগুলো ২৫ মিটার পরপর গাছ এবং ২০ মিটার পরপর ল্যাম্প পোস্ট অতিক্রম করে।
(ক)১২ ও ১৫ এর গুণিতক লেখ।
(খ)২০ ও ২৫ এর গুণনীয়কসমূহ লেখ।
(গ)দুইটি কোম্পানির বাস সকাল ৮:৪৫ এ একসাথে ছাড়লে পরবর্তীতে আবার কখন পুনরায় একসাথে ছাড়বে?
(ঘ)কত মিটার পরপর গাছ ও ল্যাম্প পোস্ট একত্রে থাকবে?
Class 5 math ২নং প্রশ্নের সমাধান
(গ)দুইটি কোম্পানির বাস সকাল ৮:৪৫ এ একসাথে ছাড়লে পরবর্তীতে আবার কখন পুনরায় একসাথে ছাড়বে?
(ঘ)কত মিটার পরপর গাছ ও ল্যাম্প পোস্ট একত্রে থাকবে?
৩। একজন শিক্ষক ৪০ জন ছাত্র এবং ২৪ জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে?
(ক) ১২, ২৪ ও ৪০ এর গসাগু কত?
(খ) শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে?
(গ) প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে?
Class 5 math ৩নং প্রশ্নের সমাধান
৪। চারটি ঘণ্টা একত্রে বেজে পরে ৫, ৭, ১২ এবং ১৫ মিনিট অন্তর বাজতে লাগল।
(ক) ৫, ৭ ও ১৫ এর লসাগু নির্ণয় কর।
(খ) ১২ ও ১৫ এর গুণনীয়কগুলো লেখ।
(গ) কোন ক্ষুদ্রতম সংখ্যা ৫, ৭, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
(ঘ) ন্যূনতম কত মিনিট পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
Class 5 math ৪নং প্রশ্নের সমাধান
৫। একটি আয়াতাকার হলঘরের দৈর্ঘ্য ১১ মিটার ও প্রস্থ ৮ মিটার। সবগুলো একই সাইজের বর্গাকার টালি দিয়ে ঘরটির মেঝে এমন ভাবে বাঁধানো হলো যে, কোনো টালি ভাঙা পড়ল না।
ক) প্রতিটি টালির দৈর্ঘ্য সর্বোচ্চ কত?
খ) মোট কতটি টালি লাগবে?
গ) প্রতিটি টালি দাম ২২.৫০ টাকা হলে মোট কত টাকা খরচ হবে?
Please follow and like us: