Download Download Graphics Design File for free

SSC Assignment 2021 Solution Finance & Banking

 SSC Assignment 2021 Solution Finance & Banking-Time Value Of Money (অর্থের সময় মূল্য)

SSC Assignment 2021 Solution Finance & Banking-

এ্যাসাইনমেন্ট নং: 03

শিরোনাম: ৩য় অধ্যায়- অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক  নির্ভরশিলতা বিশ্লেষণ।

ক) বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ:

ভবিষ্যৎ মূল্য জানা থাকলে বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করে বর্তমান মূল্য নির্ণয় করা যায়।

বর্তমান মূল্য নির্ধারণের জন্য এরূপ বাট্টাকরণ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। বাট্টাকরণ পদ্ধতিতেও ঠিক বিপরীতভাবে প্রতিবছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।

SSC Assignment 2021 Solution Finance & Banking-

খ) বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ

অর্থের ভবিষ্যৎ মূল্য জানা থাকলে বর্তমান মূল্য বের করা যায়। একে বলা হয় বাট্টাকরণ প্রক্রিয়া

কোনো প্রকল্প বা বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে সুদ গণনা করে নির্ণয় করা হয়। সেক্ষেত্রে উক্ত প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয় করার জন্য একাধিকবার বাট্টাকরণ করা হয়। এভাবে বাট্টাকরণের ফলে বর্তমান মূল্য হ্রাস পায়।

 যেমন : ৫ বছর পরের ১,৯১,৪২৩ টাকার বর্তমান মূল্য হলো ৫০,০০০ টাকা। একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করা সম্ভব।

SSC Assignment 2021 Solution Finance & Banking-

গ) সমস্যার সমাধান:

‘‘অভয়” ব্যাংকের ক্ষেত্রে বর্তমান মূল্য:-

এখানে, ভবিষ্যৎ মূল্য (FV) = ১৫,০০,০০০টাকা।

     সুদের হার (i) = ১০%

     বছরের সংখ্যা (n) = ৩ বছর।

     বর্তমান মূল্য  (PV) = কত?

‘উদয়” ব্যাংকের ক্ষেত্রে বর্তমান মূল্য:-

৯.৫% ত্রিইমাসিক মুনাফার ক্ষেত্রে

এখানে, ভবিষ্যৎ মূল্য (FV) = ১৫,০০,০০০টাকা।

     সুদের হার (i) = ৯.৫%

     বছরের সংখ্যা (n) = ৩ বছর।

     বছরে চক্রবৃদ্ধি সংখ্যা (m) = ৪টি

     বর্তমান মূল্য  (PV) = কত?

ঘ) উপরোক্ত সমাধান থেকে দেখা যায়। ১৫,০০,০০০ টাকা পাওয়ার জন্য “অভয়” ব্যাংকে ১১,২৬,৯৭২.২ টাকা জমা দিতে হবে। একই টাকা পাওয়ার জন্য “উদয়” ব্যাংকে ১১,৩১,৮১৯.২১ টাকা জমা দিতে হবে।

বিশ্লেষণপূর্বক দেখা যায় অভয়’ ব্যাংকে টাকা রাখা লাভজনক। ২য় ব্যাংকের চেয়ে কম টাকা রেখেই নির্দিষ্ট টাকা পাওয়া যাবে।

এস এস সি 2021 ব্যবসায় উদ্যোগ ৪র্থ সপ্তাহের সমাধান

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!