Islam and moral education-Class-3: Chapter-02
|ইসলাম ধর্ম-৩য় শ্রেণী- অধ্যায়-২
2qAa¨vq- Bev`Z
১। শুন্যস্থান পূরণ করো:
ক) আল্লাহ তায়ালা —- কথা বলতে নিষেধ করেছেন।
খ) পাক সাফ থাকা ইমানের — অংশ।
গ) ওযুর —- চারটি।
ঘ) সালাতের প্রথমে —- করতে হয়।
ঙ) —– সালাত শেষ হয়ে যায়।
উত্তর: ক) মিথ্যা, খ) অর্ধেক, গ) ফরজ, ঘ) ওযু, ঙ) সালামের মাধ্যমে
অতিরিক্ত:
ক) পূর্ব আকাশে ভোরের আলো দেখা দিলে —- শুরু হয়।
খ) —- অর্র্থ মনের ইচ্ছা।
গ) সালাতে সানা পাঠ করা —–।
ঘ) সময়মতো —– আদায় করা আল্লাহর হুকুম।
ঙ) সঠিক সময়ে সালাতে আদায় করা প্রত্যেক মুমিনের জন্য —–।
ক) ফজর , খ) নিয়ত, গ) সুন্নত, ঘ) সালাত, ঙ) ফরজ।
২। ডানপাশ ও বামপাশ মিল করো:
৩। ডানপাশ ও বামপাশ মিল করো:
৪। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
ক) রুকুর তাসবিহ কী?
উত্তর: রকুর তাসবিহ হলো: সুবাহানা রাব্বিয়াল আযীম।
খ) সিজদাহর তাসবিহ কী?
উত্তর: সিজদাহর তাসবিহ হলো সুবাহানা রাব্বিয়াল আলা।
গ) সালাত কয় ওয়াক্ত ও কী কী?
উত্তর: সালাত ৫ ওয়াক্ত। যথা: ১। ফজর ২। যোহর ৩। আসর ৪। মাগরিব ৫। এশা।
ঘ) ইসলামের ভিত্তি কয়টি?
উত্তর: ইসলামের ভিত্তি পাঁচটি।
যথা: ১। নামাজ ২। রোজা ৩। হজ ৪। যাকাত ৫। ইমান।
৫। বর্ননামূলক প্রশ্নগুলোর উত্তর দাও:
ক) ইবাদত কাকে বলে? উদাহরন সহ লেখ।
উত্তর: ইবাদত হলো আল্লাহর গোলামি করা তাঁর হুকুম মেনে চলা ও তাঁর নির্দেশাবি আমল এবং সে অনুযায়ী কাজ করা বা চলা। আল্লাহর হুকুম মানা ও তাঁর রাসুলের দেখানো পথে চলাকে ইবাদত বলে।
যেমন: নামাজ পড়া, যাকাত দেওয়া ইত্যাদি।
খ) ইসলামের মূল ভিত্তি কয়টি ও কী কী?
উত্তর: ইসলামের মূল ভিত্তি পাঁচটি। যথা: ১। নামাজ ২। রোজা ৩। হজ ৪। যাকাত ৫। ইমান। এ পাঁচটি ভিত্তির মধ্যে যাকাত ও হজ ধনীদের জন্য আর ইমান, নামাজ ও রোজা ধনী -গরীবের সকলের জন্য অবশ্য করণীয়।
গ) পাক সাফ থাকলে কী উপকার হয়?
উত্তর: নিচে পাক-সাফ থাকার কয়েকটি উপকার দেওয়া হলো:
১। পাক-সাফ থাকলে অনেক অসুখ-বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়।
২। ধুলাবালি থেকে রক্ষা পাওয়া যায়।
৩। কাপড়-চোপড় পরিস্কার থাকলে মন ভালো থাকে।
৪। পাক-সাফ থাকলে সবাই ভালোবাসে।
৫। শরীর পবিত্র থাকলে মন ভালো থাকে।
ঘ) হাত-পা পরিস্কার রাখার উপকারিতা লেখ?
উত্তর: হাত-পা পরিস্কার রাখার উপকারিতা নিচে দেওয়া হলো:
১। কোনো জায়গা ময়লা হবেনা।
২। রোগ জীবানু হতে নিজেকে রক্ষা করবে।
৩। হাত-পায়ে চর্মরোগ হতে রক্ষা হবে।
৪। খাদ্যের সাথে জীবাণু পেটে যাবে না।
৫। আল্লাহ খুশি হন এবং ইবাদত কবুল হয়।
ঙ) চোখ পরিস্কার রাখার উপায় কী?
উত্তর: চোখ পরিস্কার রাখার উপায় নিচে দেওয়া হলো:
১। ঘুম থেকে উঠে চোখে পানি দিতে হবে।
২। চোখের পিচুর ভালো করে পরিস্কার করতে হবে।
৩। হাত দিতে চোখ কচলানো বন্ধ করতে হবে।
৪। সবুজ শাক-সবজি বেশি বেশি খেতে হবে।
৫। চোখের পরিস্কার পানির ঝাপটা দিতে হবে।
চ) ওযুর নিয়মগুলো লেখ?
উত্তর: ১। নিয়ত করা।
২। বিসমিল্লাহ বলে ওযু শুরু করা।
৩। কবজিসহ দুইহাত তিনবার ধৌত করা।
৪। তিনবার কুলি করা।
৫।দাঁত মাজা অথবা হাত দিয়ে দাঁত পরিস্কার করা।
৬। পানি দিয়ে তিনবার নাক সাফ করা।
৭। সমস্ত মুখ তিনবার ধোয়া।
৮। কুনুইসহ প্রথমে ডানহাত, পরে বামহাত তিনবার ধৌত করা।
৯। মাথা,কান ও ঘার একবার মাসহ করা।
১০। গিরাসহ প্রথম ডান পা, পরে বাম পা তিনবার ধৌত কর।
১১। ওযু শেষ করার পর কালেমা শাহাদাত পড়া।
ছ) ওযুর ফরজ কয়টি ও কী কী?
উত্তর: ওযুর ফরজ ৪টি:-
১। সমস্ত মুখমন্ডল একবার ধোয়া।
২। কুনুইসহ দুই হাত একবার ধোয়া।
৩। মাথার চারভাগের একভাগ একবার মাসহ করা।
৪। গিরাসহ দুইপা একবার ধোয়া।
জ) দিনে রাতে কয়বার সালাত আদায় করকে হয়?
উত্তর: দিনে রাতে পাঁচবার সালাত আদায় করতে হয়:
১। ফজর ২। যোহর ৩। আসর ৪। মাগরিব ৫। এশা।
ঝ) কীভাবে তাহরিমা বাঁধতে হয়?
উত্তর: ১। সালাতে দাঁড়িয়ে নিয়ত করে হাত দুটি কানের লতি পর্যন্ত উঠিয়ে‘ আল্লাহু আকবর’ বলতে হয়।
২। নাভি বরাবর ডানহাত বাম হাতের উপর রাখতে হয়।
৩। তাহরিমা বাঁধার সময় মেয়েদের বেলায় হাত কাঁধ বরাবর উঠাতে হবে আর হাত বুকের ওপর বাঁধবে।
ঞ) রুকু কীভাবে করতে হয়?
উত্তর: রকু করার নিয়ম হচ্ছে:
১। সালাতে সূরা ফাতিহা ও এর সাথে অন্য সূরা পাঠের পর আল্লাহ আকবর বলতে হবে।
২। তারপর মাথা ও পিঠ ঝঁকিয়ে দুই হাত দুই হাটুর ওপর রাখতে হবে এবং মাথা ও কোমড় এক বরাবর রাখব। রুকু থেকে সামিউল্লাহু লিমান হামিদা বলে ভালোভাবে সোজা হয়ে দাঁড়াব। এরপর সিজদাহ করবে।
রুকুর সিজদাহ হলো- সুবহানা রাব্বিয়াল আযীম।
Please follow and like us: