Download Download Graphics Design File for free

Class 5 Bangladesh & Global Study Chapter-1 Short Question

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় -১ম অধ্যায়- 

আমাদের মুক্তিযুদ্ধ সংক্ষিপ্ত প্রশ্ন:

প্রশ্ন ॥ ১ ॥ যুদ্ধের সময় ‘ক’ শত্রুদের গতিবিধি সম্পর্কে খোঁজখবর রাখতেন। তিনি কোন গ্রুপে কাজ করতেন?

উত্তর : ‘ক’ ইন্টেলিজেন্স গ্রুপে কাজ করতেন।

প্রশ্ন ॥ ২ ॥ মুক্তিযুদ্ধের সময় তুষার একজন গেরিলা যোদ্ধা ছিলেন। গেরিলা হিসেবে তাঁর জন্য নির্দেশনা কী ছিল?

উত্তর : তুষার সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা পেয়েছিল।

প্রশ্ন ॥ ৩ ॥ ১৯৭১ সালের ২৫-এ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী একটি অভিযান পরিচালনা করে। এর নাম কী?

উত্তর : এর নাম ছিল অপারেশন সার্চ লাইট।

প্রশ্ন ॥ ৪ ॥ অপারেশন সার্চ লাইটের নাম পাকিস্তানি বাহিনী এদেশের অসংখ্য মানুষকে হত্যা করেছিল। এ হত্যাযজ্ঞ শুরু হয় কবে?

উত্তর : ২৫শে মার্চ এ হত্যাযজ্ঞ শুরু হয়।

প্রশ্ন ॥ ৫ ॥ ‘ক’ বাহিনী এ দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে হত্যাযজ্ঞ চালায়। এখানে কোন বাহিনীর কথা বলা হয়েছে?

উত্তর : এখানে পাকিস্তান বাহিনীর কথা বলা হয়েছে।

প্রশ্ন ॥ ৬ ॥ “তারা পথঘাট চিনিয়ে ভাষা বুঝিয়ে পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছিল।” উক্তিটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?

উত্তর : উক্তিটি শান্তিকমিটি ও রাজাকার বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য।

প্রশ্ন ॥ ৭ ॥ মুনিরের বাবা একজন শহিদ বুদ্ধিজীবী। তার বাবার স্মরণে আমরা কোন দিবসটি পালন করি?

উত্তর : মুনিরের বাবার স্মরণে আমরা শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করি।

প্রশ্ন ॥ ৮ ॥ সেলিনা পারভীনকে ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হত্যা করা হয়। তিনি পেশায় কী ছিলেন?

উত্তর : সেলিনা পারভীন পেশায় সাংবাদিক ছিলেন।

প্রশ্ন ॥ ৯ ॥ আমাদের দেশে ১৪ ডিসেম্বরে একটি দিবস পালন করা হয়। এটি কোন দিবস?

উত্তর : ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস।

প্রশ্ন ॥ ১০ ॥ শফিক রহমান বাংলাদেশের একজন নামকরা চিকিৎসক। ১৯৭১ সালে তাঁর মতো চিকিৎসকদের কখন হত্যা করা হয়েছিল?

উত্তর : ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে তাদের হত্যা করা হয়েছিল।

প্রশ্ন ॥ ১১ ॥ পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশে গণহত্যা এবং লুটতরাজ চালাতে থাকে। এ অবস্থা কয় মাস ছিল?

উত্তর : এই অবস্থা প্রায় ৯ মাস ছিল।

প্রশ্ন ॥ ১২ ॥ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী ‘ক’ দেশটি নানাভাবে সাহায্য করেছিল। সাহায্যকারী এ দেশটির নাম কী?

উত্তর : সাহায্যকারী ‘ক’ দেশটির নাম হলো ভারত।

প্রশ্ন ॥ ১৩ ॥ বঙ্গবন্ধু স্বাধীনতার পরে দেশে ফিরে আসায় আমরা ‘ক’ দিবসটি পালন করি। এখানে কোন দিবসের কথা বলা হয়েছে?

উত্তর : এখানে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কথা বলা হয়েছে।

প্রশ্ন-১৪ : ‘কে’ ফোর্সের নেতৃত্বে কে ছিলেন? 

উত্তর : ‘কে’ ফোর্সের নেতৃত্বে ছিলেন খালেদ মোশাররফ।

প্রশ্ন-১৫ : কীভাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে? 

উত্তর : ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

প্রশ্ন-১৬ : স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনীকে কোথায় প্রশিক্ষণ দেওয়া হতো?

উত্তর : স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনীকে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ দেওয়া হতো।

প্রশ্ন-১৭ : মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরে ছিল? 

উত্তর : মুক্তিযুদ্ধের সময় ঢাকা ২নং সেক্টরে ছিল।

প্রশ্ন-১৮ : অপারেশন সার্চলাইট কী?

উত্তর : পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বাঙালিদের ওপর যে হত্যাযজ্ঞ শুরু করে তার সাংকেতিক নাম দেয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’।

প্রশ্ন-১৯ : মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কারা কাজ করে?

উত্তর : শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আল-শামস মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে।

প্রশ্ন-২০ : বুদ্ধিজীবীদের কবে হত্যা করা হয়?

উত্তর : ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।

প্রশ্ন-২১ : যৌথবাহিনী কবে গঠিত হয়?

উত্তর : ১৯৭১ সালের ২১শে নভেম্বর যৌথবাহিনী গঠিত হয়।

প্রশ্ন-২২ : ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে কারা?

উত্তর : ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ।

প্রশ্ন-২৩ : অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন কে?

উত্তর : অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন তাজউদ্দিন আহমদ।

প্রশ্ন-২৪ : মুক্তিযুুদ্ধে কারা শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত?

উত্তর : মুক্তিযুদ্ধে ‘ইন্টেলিজেন্স গ্রুপ’ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত।

প্রশ্ন-২৫ : মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি কে ছিলেন?

উত্তর : মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।

প্রশ্ন-২৬ : মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় ধ্বনি কী ছিল?

উত্তর : মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় ধ্বনি ছিল ‘জয় বাংলা’।

প্রশ্ন-২৭ : কত তারিখ রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের ওপর অতর্কিত হামলা করে পাকিস্তান বাহিনী?

উত্তর : ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের ওপর অতর্কিত হামলা করে। 

প্রশ্ন-২৮ : শান্তি কমিটি মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিলেন কাদের?

উত্তর : শান্তি কমিটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছিল।

প্রশ্ন-২৯ : মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য দেয়া তৃতীয় বীরত্বসূচক পুরস্কার কী?

উত্তর : মুক্তিযুদ্ধে সাহসিকতা ও ত্যাগের জন্য দেয়া তৃতীয় বীরত্বসূচক পুরস্কার বীর বিক্রম।

প্রশ্ন-৩০ : কার উদ্যোগে মুক্তিবাহিনী গঠন করা হয়?

উত্তর : মুজিবনগর সরকারের উদ্যোগে মুক্তিবাহিনী গঠন করা হয়।

প্রশ্ন-৩১ : কখন থেকে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়?

উত্তর : ১৯৭১ সালের ২৬ শে মার্চ আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়।

প্রশ্ন-৩২ : ভাষা আন্দোলন কত সালে হয়েছিল?

উত্তর : ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছিল।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!