Download Download Graphics Design File for free

Class 4 Bangladesh & Global Studies Cahpter 1

 ৪র্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: ১ম অধ্যায়- আমাদের পরিবেশ

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

Class 4 Bangladesh & Global Studies Cahpter 1

(১) পরিবেশ কী ব্যাখ্যা কর।

উত্তর : আমাদের চারপাশের সবকিছু মিলেই তৈরি হয়েছে পরিবেশ। শ্রেণিকক্ষের চেয়ার, টেবিল, বই, খাতা, শিক্ষক ও সহপাঠী এবং মাঠের গাছপালা, গরু-ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশের এই উপাদানগুলোর কতগুলো প্রাকৃতিকভাবে তৈরি এবং কতগুলো মানুষের তৈরি।

(২) প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখ।

উত্তর : প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদান হলো:
১. গাছপালা, ২. বায়ু, ৩. পশুপাখি, ৪. মাটি, ৫. সূর্যের আলো।

Class 4 Bangladesh & Global Studies Cahpter 1

(৩) প্রাকৃতিক ও মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য লেখ।

উত্তর : প্রাকৃতিক ও মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য হলো :

প্রাকৃতিক পরিবেশ মানুষের তৈরি পরিবেশ
১) প্রকৃতিক উপায়ে তৈরি উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। যেমন গাছপালা, নদী-নালা, ইত্যাদি এ পরিবেশের উপাদান।
২) এ পরিবেশের উপাদানগুলো আমাদের চারদিকে অর্থাৎ প্রকৃতির সর্বত্র রয়েছে।
৩) এ পরিবেশ মানুষের তৈরি পরিবেশের উপর নির্ভরশীল নয়।
১) মানুষের তৈরি উপাদান নিয়ে মানুষের তৈরি পরিবেশ গঠিত। যেমন ঘরবাড়ি, টেবিল-চেয়ার, নৌকা ইত্যাদি এ পরিবেশের উপাদান।
২) এ পরিবেশের উপাদানগুলো কতগুলো নির্দিষ্ট স্থানে থাকে।
৩) ৩) এ পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল

৪. আমাদের দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি কীরূপ? Class 4 Bangladesh & Global Studies Cahpter 1

উত্তর : আমাদের দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি বেশ নিচু। 

৫. প্রয়োজনে গাছ কাটলে কী করতে হয়? 

উত্তর : প্রয়োজনে গাছ কাটলে বেশি করে গাছ লাগাতে হয়। 

৬. পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের সমাজজীবনের মধ্যে পার্থক্য দেখা যায় কেন?

উত্তর : প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের সমাজজীবনের মধ্যে পার্থক্য দেখা যায়। 

৭. বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূমি কীরূপ?

উত্তর : বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূমি উঁচু। 

৮. উত্তর অঞ্চলে কখন অনেক গরম পড়ে?  Class 4 Bangladesh & Global Studies Cahpter 1

উত্তর : উত্তর অঞ্চলে গ্রীষ্মকালে অনেক গরম পড়ে। 

৯. বাংলাদেশের কোন অঞ্চলে অনেক নদীর সমাহার ঘটেছে?

উত্তর : বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অনেক নদীর সমাহার ঘটেছে। 

১০. বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি কেন?

উত্তর : অনেক নদী থাকার কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। 

১১. সামাজিক পরিবেশ কীভাবে গঠিত হয়?

উত্তর : মানুষের সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশে গঠিত হয়। 

১২. কোন ধরনের এলাকায় গাছ ও ফসল কম জন্মে?

উত্তর : শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে। Class 4 Bangladesh & Global Studies Cahpter 1

১৩. জলাশয় ও নদ-নদী থাকার সুবিধা কী?

উত্তর : জলাশয় ও নদ-নদী থাকলে মাছের চাষ এবং সহজেই সেচের কাজ করা যায়।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
error: Content is protected !!