Bangladesh & Global Study-Class 3- Chapter-08
|৩য় শ্রেণী- বাংলাদেশ ও বিশ্বপরিচয়-অধ্যায়- ৮
Bangladesh & Global Study-Class 3- Chapter-08
Bangladesh & Global Study-Class 3- Chapter-08
বাংলাদেশ ও বিশ্বপরিচয়-অধ্যায়- ৮ম
১। শূণ্যস্থান পূরণ কর: Bangladesh & Global Study-Class 3- Chapter-08
ক. আমরা ……………. মহাদেশে বাস করি।
খ. পৃথিবী ……….. একটি ……… ।
গ. পৃথিবীতে …………….. মহাদেশ আছে ।
ঘ. সবচেয়ে ছোট মহাদেশ …………….।
ঙ. পশ্চিম দিকে …………….. মহাদেশ অবস্থিত ।
উত্তর: ক. এশিয়া খ. সূর্যের , গ্রহ গ. ৭টি ঘ. অস্ট্রেলিয়া ঙ. প্রশান্ত। Bangladesh & Global Study-Class 3- Chapter-08
ক) পৃথিবী সৌরজগতের একটি ———।
খ)পৃথিবী দেখতে ———–।
গ) পৃথিবীর উপরিভাগে আছে —– ও ——।
ঘ) —— সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদিতে নিয়ে গঠিত।
ঙ) —— নদী, সাগর ও মহাসাগর নিয়ে গঠিত।
চ) পৃথিবীর চারভাগের একভাগ হলো——।
ছ) পৃথিবীর স্থলভাগকে —– মহাদেশে ভাগ করা হয়েছে।
জ) পৃথিবীবর সবচেয়ে ছোট মহাদেশ হলো ——।
ঝ) আমাদের জাতীয় পতাকার দের্ঘ্য ও প্রস্থের অনুপাত —-।
ঞ) ——- মহাসাগর সবচেয়ে বড়।
উত্তর: ক) গ্রহ, খ)গোলাকার, গ) স্থলভাগ, জলভাগ ঘ) স্থলভাগ ঙ) জলভাগ
চ) স্থলভাগ ছ) সাতটি জ) এশিয়া ঝ) ১০ঃ৬ ঞ) প্রশান্ত
২। ডান ও বামপাশ মিল কর: Bangladesh & Global Study-Class 3- Chapter-08
(ক) বামপক্ষ ডানপক্ষ
ক. পৃথিবীর চারভাগের এক ভাগ ১. বিভিন্ন দেশ
খ. সবচেয়ে ছোট মহাদেশ ২. স্থলভাগ
গ. মহাদেশের সংখ্যা ৩. মহাসাগর
ঘ. বিশাল জলরাশিকে বলা হয় ৪. সাত
ঙ. মহাদেশকে ভাগ করা হয়েছে ৫. অস্ট্রেলিয়া
উত্তর:Bangladesh & Global Study-Class 3- Chapter-08
ক. পৃথিবীর চারভাগের এক ভাগ স্থলভাগ।
খ. সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া।
গ. মহাদেশের সংখ্যা সাত।
ঘ. বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর।
ঙ. মহাদেশকে ভাগ করা হয়েছে বিভিন্ন দেশ।
(খ) ডান ও বামপাশ মিল কর:
৩। অল্প কথায় উত্তর দাও: Bangladesh & Global Study-Class 3- Chapter-08
ক) পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?
উত্তর: পৃথিবীতে সাতটি মহাদেশ আছে।
খ) পৃথিবীতে কয়টি মহাসাগর আছে?
উত্তর: পৃথিবীতে পঁচটি মহাসাগর আছে।
গ) সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?
উত্তর: সবচেয়ে ছোট মাহাসাগর হলো আর্কটিক মহাসাগর।
ঘ) দক্ষিন মেরুতে কোন মহাদেশ?
উত্তর: দক্ষিণ মেরুতে এন্টার্কটিকা মহাদেশ অবস্থিত।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। পৃথিবী কী?
২। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর নাম কী?
৩। পৃথিবীর স্থলভাগ কী নিয়ে গঠিত?
৪। বাংলাদেশের দক্ষিনে কী অবস্থিত?
৫। তুমি যে দেশে বাস কর তার পাশ্ববর্তি দুটি দেশ ভারত ও মিয়ানমার।
প্রশ্ন৬: পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ও কি কি ?
প্রশ্ন-৭: পৃথিবীতে কয়টি মহাসাগর আছে ও কি কি ?
প্রশ্ন-৮: সবচেয়ে ছোট মহাসাগর কোনটি ?
প্রশ্ন-৯: দক্ষিন মেরুতে কোন মহাদেশ অবস্থিত ?
বড় প্রশ্নের উত্তর:
প্রশ্ন-১: বিভিন্ন মহাদেশে বাস করে এমন কিছু প্রাণীর নাম লিখ:
উত্তর: পৃথিবীর বিভিন্ন মহাদেশে ভিন্ন ভিন্ন ধরণের প্রাণী বাস করে । যেমন-
১. এশিয়া মহাদেশে: বাঘ, হরিণ পান্ডা প্রভৃতি।
২. ইউরোপ মহাদেশে: বল্গা, হরিণ, নেকড়ে, বাঘ প্রভৃতি।
৩. আফ্রিকা মহাদেশে: জিরাফ, জেব্রা, বেবুন ইত্যাদি।
৪. উত্তর আমেরিকা মহাদেশে: শ্বৈতশৃগাল, শ্বেত, ভালুক, সেবল, চিতা বাঘ ইত্যাদি।
৫. দক্ষিন আমেরিকা মহাদেশে: দীর্ঘ লেজ বিশিষ্ট বানর, জাগুয়ার প্রভৃতি।
৬. অস্ট্রেলিয়া মহাদেশ: ক্যাঙ্গারু, আপোসাম, প্লাটিপাস ইত্যাদি।
৭. এন্টার্কটিকা মহাদেশ : পেঙ্গুইন, সিল প্রভৃতি প্রাণী বাস করে ।
প্রশ্ন-২: আমাদের জাতীয় পতাকার বর্ণনা দাও ।
উত্তর: আমাদের দেশ সবুজ শ্যামল । আমাদের জাতীয় পতাকা লাল – সবুজ রঙের।আমাদের জাতীয় পতাকা আয়তাকার এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ঃ ৬। অর্থাৎ পতাকাটির দৈর্ঘ্য ১০ ইঞ্চি এবং প্রস্থে ৬ ইঞ্চি । লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যর পাঁচ ভাগের এক ভাগ । লাল বৃত্তটি পতাকার খানিকটা বাম পাশে থাকে।